নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ- " আপেক্ষিক ঘটনা " ( গল্পের ভিতর একটু সত্য )

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৬

চুমকির বয়স উনিশ বছর। ওর ফ্লাট পাঁচতলা ভবনের পুরো পাঁচতালায়। ছাদে উঠার সিঁড়ি টা ওদের দরজা থেকে ডানদিকে। দরজা থেকে বের হয়ে কয়েক স্টেপ দিলেই ছাদে উঠা যায়। আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে চুমকির বৃষ্টিতে ভেজার বাতিক আছে। ঝুম বৃষ্টি হচ্ছে। চুমকিও এক দোঁড়ে ছাদে চলে গেলো। ছাদটা বেশ খোলামেলা। চারিদিক থেকে বেশ হাওয়া আসে। চুমকি বৃষ্টিতে ভিজছে, তার সাথে ভিজছে ওর চুল, কাপর, শরীরও। বৃষ্টির সাথে হাওয়া বইছে। হাওয়া এসে চুমকির উড়না বারবার উড়ে যাচ্ছে। উড়না টা বেশ ডিস্টার্ব দেওয়ার কারণে সে উড়না টা ছাদের এক কোণায় রেখে প্রাণচাঞ্চল্যভাবে লাফিয়ে, ছাদে দোঁড়ে ভিজে ভিজে বৃষ্টি উপভোগ করছে। ওর কাছে ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীটা বেহেশত। সে মিষ্টি গলায় গান গাইছে,
"আজ বাদলা ঘরে তে মন ঠিকে না,
না না আজ ঘরেতে থাকা চলে না।""
.
চুমকির বাড়ির ঠিক পাশেই আরেকটা ভবন। ভবন টি ছয় তলায়। ছয় তলার চিলেকোঠা ঘরে ভার্সিটিতে পড়ুয়া কয়েকটা ছেলের মেস। এই চিলেকোঠার ঘর থেকে চুমকিরদের ফ্লাটের ছাদ টা খুব স্পষ্টভাবে দেখা যায়। মেস থেকে কয়েকটা ছেলে চুমকির ছাদে গোসল করাটা হা করে দেখছে। তারা এমনভাবে হা করে আছে যেন দুর্লভ কোন কিছু দেখছে যা এর আগে কোনদিন দেখে নি। এর মধ্যে একজন ছেলে চুমকির এই গোসল করার লাইভ দৃশ্য টা মোবাইলে ভিডিও করতে ভুললো না। একজন ভিডিও করছে আর আরেকজন বলছে, 'দোস্ত এই ভিডিও টা ইউটিউবে আপ্লুড দিলে প্রচুর টাকা ইনকাম হবে। তুল তুল ভালো করে তুল। দেখিস ঝাপসা যেন না আসে।'
'আরে কি বলিস দোস্ত! ঝাপসা আসবে কেন?? এপল কোম্পানির সেট, পুরা ক্লিয়ার আসবে, এক্কেবারে সেই রকম হবে'।
আরেকজন বললো, ক্যায়া হ্যা মাল দোস্ত। শালা রফিক আজ ভার্সিটিতে চলে গেলো, মিস করে গেলো।
' আহ! কি মিস করলো তা ভিডিও দেখলেই বুঝবো। বৃষ্টির দিনে পুরা হট সমুচা"
' একজন বললো, এই রকম করা ঠিক না। ভিডিও টা ওর পরিচিত কারো চোখে পড়লে মেয়েটার লাইফ রিস্ক হয়ে যাবে'
' আহ! মধু, মধু, মধু। যা ব্যাটা জ্ঞান দিস না। তর দেখতে না চাইলে দেখিস না। মুড়ি খা গিয়ে, শালা হিজড়া।'
.
দুই দিন পর ইউটিউবে ভিডিও টা আপ্লুড দেয়া হলো। ক্যাপশন দেয়া হলো, " দেখেন কিভাবে বৃষ্টিতে ভিজে ভিজে মেয়েটি তার শরীর দেখাচ্ছে"
একদিনেই ভিডিওটি লক্ষ ভিউয়ার ছাড়ালো। আস্তে আস্তে ভিডিও চুমকির পাড়া-মহল্লা, কলেজ ফ্রেন্ড সার্কেলের কাছে ভাইরাল হয়ে তথা চুমকি সহ তার পরিবারের কাছে পৌঁছালে অপমানে লজ্জায় চুমকি আত্মহত্যা করে।
এই আত্মহত্যা নিয়ে গণমাধ্যম, ফেইসবুকে ঝড় উঠলো। সরাষ্ট্র মন্ত্রী বললেন, 'যারা এই রকম ন্যক্কারজনক কাজ করেছে আমরা তাদের দ্রুত খঁজে বের করে তার উপযুক্ত শাস্তি দিবো'
টেলিযোগাযোগ মন্ত্রী বললেন, ' সাইবার ক্রাইম দিন দিন বেড়ে চলেছে, আমরা আরও প্রাইবেসির ব্যবস্থা করবো যাতে এই রকম ভিডিও আর কেউ আপ্লুড না দেয়'
ফেইসবুকে সবাই স্ট্যাটাসের বন্যা বাসিয়ে দিচ্ছে। কিছু মৌলববাদীর কমেন্টঃ- "মেয়েটির পর্দা ছিল না। পর্দা থাকলে এমন হতো না।"
" মেয়েটি মুসলিম হয়েও কেন খোলা আকাশের নিচে গোসল করতে গেলো। এসব পাপের ফল"
এদের কমেন্টে প্রায় একশোর মতো রিপ্লাই আসছে..কমেন্টে ঝগড়া হচ্ছে তুমুল ঝগড়া।
এই ঘটনার দুই সপ্তাহ পর...
গণমাধ্যম, ফেইসবুকে আবারো আগ্নেয়গিরির লাভার মতো নিউজ, কমেন্ট জোড়ালো হতে লাগলো।
পাঁচ বছরের মেয়েকে তার পাশের বাড়ির দুঃসম্পর্কের এক জ্যাঠা ধর্ষণ করেছে। মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেত থেকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সবাই আবার প্রতিবাদে ফেটে পড়লো। সরাষ্ট্র মন্ত্রী নিজে গিয়ে হাসপাতালে মেয়েটির মা-বাকে সান্ত্বনা দিয়ে এসেছেন। তিনি আবার প্রতিশ্রুতি দিলেন, আমরা ধর্ষক কে খুঁজে বের করে তার উপযুক্ত শাস্তি দিবো।
এবার টেলিযোগাযোগ মন্ত্রী চুপ। কারণ এবারে ঘটনা টা উনার পদের মধ্যে পড়ে না। শুধু শুধু এখানে কথা বলে লাভ নাই। যার দায়িত্ব সে বুঝবো।
ফেইসবুক নিউজ পোর্টালে আবার তাজা নিউজ, এই মাত্র সরাষ্ট্র মন্ত্রী নিজে গিয়ে ভিক্টিমের মা-বাবা কে সান্ত্বনা দিয়ে এসেছেন।
ফেইসবুকে সবাই ধর্ষণকারীর শাস্তির দাবীতে স্বেচ্চার।
মাঝখান থেকে একজন কমেন্ট করলো, চুমকির পরোক্ষ হত্যাকারী দের কবে ধরবেন?? ওদের কি ভাল্লুকে খাইছে??
সাথে সাথে কমেন্টে সবার রিপ্লাই, ঠিক ভাই, এদেশের অপরাধীদের ভাল্লুকে খায়। কোন বিচার নাই।
.
গল্পঃ- আপেক্ষিক ঘটনা
__হাবিব শুভ

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০১

কালীদাস বলেছেন: গল্পের সুরটা ভাল লেগেছে আমার। আমরা আসলেই হুজুগে জাতি এবং সবসময় সমস্যার গোড়ায় পানি না ঢেলে অন্য কোথাও ঢালতে পছন্দ করি। আল্লাহর রহমতে আমাদের বাণী ল্যাদানর মত বুদ্ধিজীবিরও অভাব নেই :)

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৯

হাবিব শুভ বলেছেন: ঠিক ভাই। একটা অপরাধের যদি ঠিক মতো শাস্তি হতো তাহলে অপরাধ ৯০ ভাগ কমে যেতো।।

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:১৬

রক্তিম দিগন্ত বলেছেন:
লিখেছেন। গল্পটা রূপক, কিন্তু ঘটনাগুলো বাস্তব।

আমরা চুমকিদের ভিডিওটা দেখি, দোষারোপ করি পোশাকের, মানসিকতা, ধর্মের, আরো অনেক কিছুর - কিন্তু আসলে কী ঘটেছিল তা কি কেউ জানে?

আমি এটা বলছি না যে পোশাকের কারণেই ধর্ষণ হয়। আবার, এটাও না পোশাকের কারণে ধর্ষণ একেবারেই হয় না। হয় দুটোই। কিন্তু ঘটনার আগের পটভূমিটা কয়জন দেখে? বা জানতে চায়?

ঘটনা ঘটলে তো সবাই ফেসবুক বা অনলাইন মিডিয়ায় - গৎবাঁধা বাক্যগুলোই বলে যায়। কয়েকদিন পর পর একই ভাবে প্রতিবাদী লেখা আসছে - শুধু নামগুলো বদলাচ্ছে। এই যা।

মূলকে কেউ ঘাটতেও চায় না।

এইভাবে প্রতিবাদ করলে - সেই প্রতিবাদটা কতটুকুই বা আর কাজে আসবে?

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

হাবিব শুভ বলেছেন: আমরা শুধু হাত তালি আর পাটকেল ছুড়ার দর্শক। একদল অভিনেতা আর অভিনেত্রি মঞ্চে অভিনয় করে যাচ্ছে আমরা শুধু টিকিট কিনে তা দেখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.