নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

গদ্য কবিতাঃ- "অভিনেত্রী"

০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫


তোমার এক কথাতেই গল্প গুলো সৃষ্টি হয়ে যেতো,
প্রেম, ভালবাসা, বিরহ, ঘৃণা সব কিছুতেই তুমি ছিলে সব্যসাচী,
যদি বলো ভালবাসা কি??
উত্তরে তোমার নাম টাই মনে আসবে।
যদি বলো ঘৃণা কি??
উত্তরে হিশেবে আমি তোমার নাম টাই জানি।
অভিনয় আমি জানি না, তবে দেখেছি তোমার দুটি চোখে অভিনয়,
অভিমানের ন্যায় অভিনয়।
এ কেবল ই যন্ত্রণা, আমি দুঃখ পেয়েছি এটা কিছু না,
আমি কষ্ট পেয়েছি এটাও কিছু না,
তোমার অভিনয় ছিল সেদিন তার চেয়েও বেদনাদায়ক।
আজ এক এক টা দুঃখ একেকটা গল্প, কবিতা,
একেক টা অভিনয় - একেক টা গল্পের চরিত্র।
আমার গল্পে আসে না কোন কপালকুণ্ডলার মতো নায়িকা,
যখন পথ হারাই তখন কেউ এসে বলে না পথিক তুমি পথ হারিয়েছে??
আমার গল্পের পথিক একাই পথ খুঁজে,
আমার কবিতায় থাকে না বনলতার মতো কোন নায়িকার রূপের বর্ণনা,
রবীন্দ্রনাথের নায়িকার মতো কোন কাজল পরা মেয়ের হরিণী চোখ,
নজরুলের মতো বিদ্রোহী ভাবের হুংকার।
আমার কবিতায় থাকে অভিনয়, বেদনা, ছলনা, একাকীত্ব।
খুব একাকীত্ব যখন আমায় ঠেসে ধরে, আমায় ফেলে দেয়,
দুঃখ যখন আমার কলার চেপে ধরে, দেয়ালে পিঠ ঠেসে যায়-
তখন নিশ্বাসে আমার বিশ্বাস ভাঙ্গার একেক টা গল্প বেরিয়ে আসে,
পুঞ্জিভূত হয় একেকটা কবিতার শব্দ,
ভাঙ্গনের কথা, সেদিনের কথা, এই দিনের কথা,
অথচ আগে তোমার এক কথাতেই সৃষ্টি হতো কত গল্প, কবিতার নায়িকারা,
এখন সে গল্পের চরিত্ররা কখনো এক হয় না,
অভিনেত্রীরা অভিনয় ছাড়া কখনো এক হয় না নায়কের সাথে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

কানিজ রিনা বলেছেন: আপনার এলেখার সুর ধরে, আমার
অভিনয়ের মহানুভতার কিছু কথা।
প্রেমীক স্বামী আসন নিল। স্বামীর আসনে
বসে আর প্রেমীক হয় নাই। কয়েক বছরেই
বিশ্বাস ঘাতকতা। তার পর দুই যুগ ধরে
বিশ্বাস ঘাতকতায় আমি জর্জরিত। তারই
দুটি সন্তানের মুখপানে তাকিয়ে মহানুভতার
অভিনয়। ধন্যবাদ

০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

হাবিব শুভ বলেছেন: হুমম.। বুঝেছি আপনার ভাগ্যে অভিনেতা জুটেছিল.।। আপনি এ ক্ষেত্রে বলতে পারেন অভিনেতারা কখনো অভিনয় ছাড়া এক হয় না নায়িকার সাথে.।.।। দুনিয়াটা এক আজব মায়ার জেলখানা।। এই জেলখানা থেকে কেউ বের হতে পারে নয়া।।

২| ০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা

০৮ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.