|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমার ফিরার অপেক্ষায় ছিলাম বহুদিন,
বহুদিন ধরে দাঁড়িয়ে ছিলাম পথের ঐ কোণে,
যেখানে প্রথম এসে তুমি দিয়েছিলে স্বপ্ন বোনে।
বহুদিন বসে ছিলাম সেই বটমূলে,
যেখানে তুমি রোজ এসে বসে থাকতে খোঁপা খুলে।
কত রূপসী, রমণী হেঁটে গেলো সেই পথের কোণ দিয়ে,
কতজন আড়চোখে চেয়ে চেয়ে কতই পরিহাস করলো আমায়,
কত, শত লম্বা চুলওয়ালী এসেই খোঁপা খুলে দিত সেই বটের পাতার বাতাসে, 
তাদের কেউ ই ত তুমি ছিলে না,
অপেক্ষা বাড়ে না, দিন দিন কমে যায়,
আমিও ব্যস্ত হলাম অন্য কোন কেশরাণীর  খোঁজে যে এসেই আমার সামনে খোঁপা চুল খুলে ;
মুখ ঘুরিয়ে ;
চুল দিয়ে আমার চোখ মুখে এক ঝাটী দিয়ে পরক্ষণেই বলবে, কই দেখি দেখি,  খুব লেগেছে বুঝি??
আমিও খুব বেশি উৎসুক হয়ে গিয়েছিলাম অন্যকোন রূপসীর খোঁজে, যার দিকে চেয়ে চেয়ে থাকাতে সে অসহ্য হয়ে শেষমেশ বলেই ফেলবে, হয়েছে?? এবার দেখা শেষ হয়েছে??
আমি অন্যকোন সুকন্ঠী থেকে পাগল বলে সম্ভোধন ডাক শুনার জন্য বড়ই ব্যকুল হয়ে উঠছিলাম, 
তখনি তুমি এলে, আবার এলে আমার কাছে বন্ধুর খোঁজে,
যখন তুমি আর কোন পুরুষ মানুষ বিশ্বাস করতে পারো না, 
পারো না বিশ্বাস করতে কোন পুরুষ মানুষের চোখ-মুখের অনুভূতি,
কথার প্রতিশ্রুতি;
যখন তোমার কাছে পুরুষ নাম ই বিশ্বাসঘাতক এর এক ছদ্মনাম,
তখন তোমার বন্ধু হিশেবে ঠিক আমাকেই চাইলে;
তুমি চাইলে বলেই আমি সব পুরাতন ভুলে, 
বর্তমান অবজ্ঞা করে;
ভবিষ্যতের চিন্তা সরিয়ে; 
তোমার সামনে দাঁড়িয়ে ;
আবার আগের সেই মানুষটা হয়ে
আগ-পিছ সব হেলায় ফেলে তোমার বন্ধু হয়ে গেলাম, 
কিন্তু, 
তুমি জানতেও পারলে না, নারী যে অবিশ্বাসী এই ভুল টা আমি তোমার কাছ থেকেই শিখেছিলাম, 
আর আজও তা বিশ্বাস করি।
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৫০
০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৫০
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
২|  ০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৫৩
০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৫৩
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++
লেখা খুব ভালো লাগলো....
  ০২ রা জানুয়ারি, ২০১৭  রাত ৮:০০
০২ রা জানুয়ারি, ২০১৭  রাত ৮:০০
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
৩|  ০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:২৪
০২ রা জানুয়ারি, ২০১৭  বিকাল ৪:২৪
আশফাক ওশান বলেছেন: ভালো লিখেছেন।চালিয়ে যান
  ০২ রা জানুয়ারি, ২০১৭  রাত ৮:০১
০২ রা জানুয়ারি, ২০১৭  রাত ৮:০১
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
৪|  ০২ রা জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৪
০২ রা জানুয়ারি, ২০১৭  সন্ধ্যা  ৬:৫৪
বিন্দু বিসর্গ বলেছেন: ভালো লেগেছে
৫|  ০২ রা জানুয়ারি, ২০১৭  রাত ৮:০৩
০২ রা জানুয়ারি, ২০১৭  রাত ৮:০৩
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৩
০২ রা জানুয়ারি, ২০১৭  দুপুর ১:৩৩
বিজন রয় বলেছেন: যখন তোমার কাছে পুরুষ নাম ই বিশ্বাসঘাতক এর এক ছদ্মনাম,
তখন তোমার বন্ধু হিশেবে ঠিক আমাকেই চাইলে;
তুমিময় কবিতা।
ভাল লেগেছে।