![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আর আমি খুব বেশি দূরত্বে নেই,
মাঝখানে এক ইঞ্চি অভিমান এইতো দুরুত্ব।
দেখা হলো, চোখ পরলো, আড়ালে দৃষ্টিপাত,
তবু কথা হলো না।
এইতো দূরত্ব, দুজনের কথা না বলার মাঝে।
বৃষ্টি হলো, দুজনেই ভিজলাম,
সর্দি-কাশি, ভাল-মন্দ অনেক কিছুই হয়ে গেল,
কেউ জানলাম না কারো খবর,
এইতো দূরত্ব, দুজনের না জানার মাঝে।
সকাল হলো, জনজীবনের কোলাহলের আওয়াজে মুখর চারিদিক,
তুমিও জাগলে,আমিও জাগলাম কিন্তু বলা হলো না " সুপ্রভাত",
এইতো দূরত্ব, দিনের প্রথম প্রহরে।
আধার এলো, প্রতি রাতের মতো চাঁদ উঠলো,
তুমিও জ্যোৎস্না দেখে রাত জাগলে, আমিও জাগলাম,
কিন্তু দুজনেই ভাবলাম না দুজনের কাওকে,
এইতো দূরত্ব, দুজনের কিছু ভাবনার মাঝে।
দুজনেই শুতে গেলাম- অথচ কেউ কাওকে বললাম না "শুভ রাত্রি",
এইতো দূরত্ব, রাতের শেষ প্রহরে।
একি আকাশের নিচে দুজনেই চলছি-ফিরছি,
দুজনেই ব্যস্ত থাকছি,
কিন্তু কেউ জানিনা না "কে কেমন আছে"
এইতো দূরত্ব, দুজনের কিছু না জানার মাঝে।
২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
চঞ্চল হরিণী বলেছেন: আপনার কবিতা পড়লাম; ভালো লাগলো, কিন্তু চিনিনা আপনাকে......এইতো দূরত্ব।
২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
হাবিব শুভ বলেছেন: ব্লগে নিয়মিত আসা হচ্ছে না, পরীক্ষা শেষ হোক নিয়মিত আসবো। আশা করি তখন চিনবেন আর আমাকেউ চিনে নিতে সাহায্য করবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
পবন সরকার বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ