|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
প্রিয় অসুখ,
তুমি এসেছ বহুদিন পরে - মাস, বছর কিংবা যুগান্তরেরও পরে,
তবু তুমি এসেছ আমায় গৃহবন্দী করে দেহে আছড় কাঁটতে,
কিন্তু সে তবু আসে না - মাসের পরে, বছর কিংবা যুগেরও পরে,
যদি বছর ঘুরেও সে একবার এমন আমায় গৃহবন্দি করে দেহে আছড় কাঁটতো,
-
তাহলে এই রোগীর দেহ কোন হাসপাতালের বেডে থাকতো না - থাকতো অসুখ আর রোগীর অমর এক প্রেমের কাহিনী হিশেবে ইতিহাসে।
স্রষ্টা দেখতেন, সৃষ্টি দেখতো বিপরীত বিরোধী কোন প্রেমে মজা দৃশ্য,
অপেক্ষার পরের এক অনুভূতির স্পৃশ্য।
ফুরিয়ে যাওয়া প্রেম ফিরে পাওয়ার চঞ্চলতা,
আমার সারা শরীরে অসুখের মতো জব্দ করেও কেমন সেখানে উচ্ছলতা! 
সব জব্দতা শক্তিহীন করে না,  ডাক্তার দেখতো, নার্স দেখতো কিছু অসুখের জব্দতা বাঁচতে শেখায়, 
চলতে শেখায়, সামনে যেতে শেখায়, প্রেরণা শেখায়, শক্তি যোগায়।
প্রিয় অসুখ,
তুমি এসেছ তবু সে আসেনা কেন??  সে যদি ক্যন্সারের মতো মরণব্যাধি ও হয় তাহলেও বলো সে আসতে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.