![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মতো আমারও কাউকে ভুলে থাকার রোগ হয়েছে -
ভুলে থাকা আজকাল ছোঁয়াছে রোগ, সংক্রামক ব্যাধি,
তোমার হয়েছে তাই আমারও হয়েছে,
ছিলাম ত ক'টা দিন তোমার সাথে, ক'টা মাস, বছর কিংবা তার ও বেশি ক্ষণ,
সেই সময়ে খেয়েছি কত এক ই গ্লাসে পানি, এক ই থালায় ভাত,
কতবার করেছি শক্ত স্পর্শে আলিঙ্গন, কত বার হয়েছে ঠোঁটে ঠোঁটে ঘর্ষণ,
কতবার তোমার ফুসফুস থেকে তাড়িত গরম শ্বাস মুখ ডিঙিয়ে চলে গেছে আমার হৃদয়ে,
সেখান থেকে মিশে গেছে রক্তে, শিরা-উপশিরায় রগ কিংবা বিভিন্ন প্রণালীতে।
-
এত কিছুর পরে আজ আর তুমি-আমি আলাদা কেউ নই,
তোমার যে রোগ হয়েছে তা আমার দেহেও গুল্মলতার মতো বেড়ে উঠেছে,
আমারও তোমার মতো ভুলে থাকার ছোঁয়াছে রোগ হয়েছে,
তুমি আজ যা যা করছো আমিও তাই তাই করছি,
তুমি আসছো ত আমি আসছি , তুমি আসছো না তখন আমিও নেই,
তুমি আমায় মনে করছো ত আমিও তোমায় মনে করছি,
তুমি আমায় ভুলছো ত আমিও তোমায় ভুলে থাকছি।
এখন যেন তোমার সবকিছুই আমার হয়ে গেছে,
তোমার আচার-আচরণ, ব্যবহার - দুর্ব্যবহার, ঘাত-প্রতিঘাত সবকিছু ই অবিকল জন্ম দিচ্ছে আমার মাঝে আরেক তোমাকে,
যেন এটা ছোঁয়াছে রোগের প্রবল বিস্তার।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪
হাবিব শুভ বলেছেন: অভ্যাস মানুষের দাস
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২
অবনি মণি বলেছেন: তোমার মতো আমারও কাউকে ভুলে থাকার রোগ হয়েছে -
আমারো এ অভ্যাস হয়ে গেছে.।.।.।.।।