![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন হঠাৎ করে পাশের বাড়ির সুজাতা এসে বললো, মধুমিতার নাকি বিয়ে হয়ে গেছে,
বর দেখতে বেশ , খুব বড়লোক টাকা আছে মানিব্যাগে ক্যাশ।
আমি বললাম , আর কি ??
-হাজার বললেউ হবে না শেষ। এই ত সেদিন এসেছিল গলায় ভারী গয়না, মনে হচ্ছিলো স্বর্গের পরী-
যদিও সে এমনেতেই সুন্দরী।
পাড়ার লোকে বলাবলি করছিল, চৌদ্দগ্রামেও এমন শ্বশুর ঘর জুটে নি কারো,
শুধু বাড়ি ই আছে সাত-আট-দশ-বার।
দোকান-কোঠা ?? সে ত গঞ্জে আছে কত জমি রাখা হিশেব নাইকো তার দেখলেই হয় চোখ বাঁকা।
আমি চুপচাপ রইলাম । ক্ষাণিক পর সে আবার বললো,
দূর আমার কপালে ঝাটা ! চুল গুলো পাক ধরেছে , যৌবন হচ্ছে কাঁঠাল পাতা,
গরু-ছাগল ছাড়া আর ঘুড়ে না কারো মাথা।
এমন বর পেলে ধরতাম যৌবন মেলে, শাড়ি পরতাম, গয়না পরতাম জীবন যেতো হেসে খেলে।
আমি বললাম , সুজাতা.....মধুমিতা সুখে আছে ত ???
সুজাতা ক্ষাণিক টা চুপ থেকে বললো, অনিরুদ্ধ তকে কি বলবো বল্-- এত আড়ম্বরের মাঝেউ দেখলাম মধুমিতার চোখে জল।
ভুলে যা ওকে , সময়ের টানে সব ই যে হয় ফিকে,
তুই পাবি;
তুই মধুমিতার চাইতেও পাবি আরও ঢের সুন্দরী;
আমি বললাম, পেলেও - আমি যে আজীবন তার ই,
মধুমিতারা যে অনিরুদ্ধদের হৃদয়ে আজীবন থেকে যায়,
কাল আসে, মহাকাল আসে তবুও মধুমিতারা অনিরুদ্ধদের ই,
সবসময়;
চিরকাল।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩৭
অবনি মণি বলেছেন: সেই হয়েছে!
আমার জীবনের গল্পের নায়কের নাম অনিরুদ্ধ!! !