নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেউ চিরদিন বেঁচে থাকে না তবু কেউ কেউ বেঁচে থাকে।

হাবিব শুভ

হাবিব শুভ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ- মধ্যবিত্তের সংসার

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

ছেলে এসে বাবাকে বললো, বাবা আমার বন্ধুর বোনের বিয়েতে যাবো। গিফট কিনবো পাঁচশ টাকা দাও।
বাবা বললেন, যখন বন্ধুর বিয়ে হবে তখন যাস্। বন্ধুর বোনের বিয়েতে তর যেতে হবে না।
ছেলে গিয়ে মা কে বললো, মা বাবাকে বলে আমাকে পাঁচশ টাকা এনে দাও। বন্ধুর বোনের বিয়ের দাওয়াতে না গেলে বন্ধুর সামনে মুখ দেখাতে পারবো না।
মা কিছু না বলে। রান্নাঘরে রান্না করতে চলে গেলেন।
ছেলেটি রাগ করে সেদিন ডাইনিং টেবিল থেকে কাচের গ্লাস ফ্লোরে ছুঁড়ে ভেঙ্গে তারপর ঘর থেকে বের হয়ে যায়।
সেদিন রাতে ফিরে নি। ঐ বন্ধুর বাড়ি রাত কাটিয়েছে। অন্যকোন এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে বিয়েতে গিয়েছিল।
পরেরদিন বাবা ঐ খান থেকে ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি ফিরিয়ে আনেন। আর হাতে পাঁচশ টাকা দিয়ে বললেন, যার কাছ থেকে টাকা ধার করেছে তাকে টাকাটা ফেরত দিয়ে আসতে।
তখন ছেলেটি বাবাকে প্রশ্ন করলো, এখনতো এমনেই দিলে তাহলে আগে দিলে না কেন???
বাবা কিছু না বলে শুয়ার ঘরের দিকে গিয়ে লেপ টা গায়ে টেনে ওল্টো পাশ হয়ে ঘুমানোর ভান করলেন।
.,,,,,,,,,,,,,,
সেই ছেলেটি পঁচিশ বছর পর বাবাকে বলা সেই প্রশ্নের উত্তর পেয়েছে যখন পঁচিশ বছর ওর ছেলে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য ওর কাছে টাকা চায় আর ও সেটা দিতে নাকচ করে। যখন ওর ছেলে বাবার আর্থিক সামর্থ্য কে লজ্জা হিশেবে দেখেছিল। সেদিন বুঝতে পেরেছিল সেদিন হয়তো ওর বাবার পকেটেও ওকে দেয়ার মতো টাকা ছিল না যেটা মুখ ফোটে বাবা বলতে পারে নি লজ্জায়। ওর খুব আফসোস হয়েছিল সেদিন কারণ বাবাকে আজ একটা অন্তত সরি বলা উচিত। কিন্তু বাবা ত আর বেঁচে নেই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: সাদামাটা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

হাবিব শুভ বলেছেন: হুম।।।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

আহা রুবন বলেছেন: গল্প হয়ে ওঠেনি। চেষ্টা চলুক।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.