|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

সত্যি বলছি! বদলে গেছি,
পুরোপুরি ই বদলে গেছি,
কেউ চিনে না এই আমাকে,
আমি ভীষণ পালটে গেছি।
.
সত্যি বলছি! এখন আমি,
নিজের কাছে নিজেই দামী,
হাত বাড়ালে সুখ খোঁজে পাই,
এত সুখ কোথায় রাখি??
.
সত্যি বলছি! রোজ নিশিতে,
পাই না কষ্ট আর ধুকেধুকেতে,
রাত চলে যায় আপন পথে,
আমি ঘুমাই শিশুর বেশে।
.
সত্যি বলছি! রোজ সকালে ,
কিংবা বিকেল, সন্ধ্যাকালে,
আমি এখন শহর ঘুরি,
থাকি না একা আধার ঘরে।
.
সত্যি বলছি! আমি আর..
নেই না বুকে-পিঠে স্মৃতির ভার,
মেরুদণ্ড সোজাই আছে,
একাই দেই জীবন পার।
.
সত্যি বলছি! ভুলে গেছি,
তোমায় একদম ভুলেই গেছি,
আর ঝরে না অশ্র চোখে,
আনন্দ মোর সর্বদিকে।
.
সত্যি বলছি! ভাল আছি,
তোমার দিব্যি , সুখেই আছি।
আর হয় না কষ্ট আমার,
বিশ্বাস করো ; সব সত্যি ই বলছি।
 ১১ টি
    	১১ টি    	 +৩/-০
    	+৩/-০  ১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩১
১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩১
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই
২|  ১২ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:৪৯
১২ ই মার্চ, ২০১৭  বিকাল ৪:৪৯
কানিজ রিনা বলেছেন: সুখেরকবিতাবেশভাল।
  ১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩২
১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩২
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ
৩|  ১২ ই মার্চ, ২০১৭  রাত ৮:৪২
১২ ই মার্চ, ২০১৭  রাত ৮:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ভালো লাগলো ভাই।
বদলে যাওয়াই ভালো। শুভকামনা রইল।
  ১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩২
১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩২
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই
৪|  ১২ ই মার্চ, ২০১৭  রাত ৯:৫০
১২ ই মার্চ, ২০১৭  রাত ৯:৫০
সুমন কর বলেছেন: সত্যি বলছি! আমি আর..
নেই না বুকে-পিঠে স্মৃতির ভার,
মেরুদণ্ড সোজাই আছে,
একাই দেই জীবন পার। -- দারুণ। +।
  ১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩৩
১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩৩
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই
৫|  ১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩০
১৩ ই মার্চ, ২০১৭  সকাল ১১:৩০
হাবিব শুভ বলেছেন: ধন্যবাদ ভাই
৬|  ১৭ ই মার্চ, ২০১৭  রাত ৯:৪৫
১৭ ই মার্চ, ২০১৭  রাত ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: রাত চলে যায় আপন পথে,
আমি ঘুমাই শিশুর বেশে -- একজন সুখী মানুষের কথা। 
কিন্তু তার আগে দুঃখ যা করার তা করে গেছে মনে হয়।
  ১৮ ই মার্চ, ২০১৭  দুপুর ১:৪০
১৮ ই মার্চ, ২০১৭  দুপুর ১:৪০
হাবিব শুভ বলেছেন: মানুষের জন্মই ত দুঃখের মধ্য দিয়ে
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৭  বিকাল ৩:০৬
১২ ই মার্চ, ২০১৭  বিকাল ৩:০৬
ধ্রুবক আলো বলেছেন: সত্যি বলছি! আমি আর..
নেই না বুকে-পিঠে স্মৃতির ভার,
মেরুদণ্ড সোজাই আছে,
একাই দেই জীবন পার। ++
বেশ ভালো লাগলো