নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য সুন্দর সুখ ও সমৃদ্ধি

হাবিব বিন ছোবহান

হাবিব বিন ছোবহান › বিস্তারিত পোস্টঃ

ওরে পাষাণ রাজনের চোখের জলে ভিজেনি তোর মন

১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯

হাবিব রহমান বলেছেন-



"ওরে পাষণ্ড জানোয়ার
তুই কিরে সীমার
কি বুকে মাছুম বাচ্চাটাকে
করলি এতো প্রহার।

মাগো মাগো কাঁন্দে রাজন
আঘাতে আঘাতে
তাই শুনিয়া উঠলি তোরা
উল্লাসে মেতে
মা বুঝি জন্ম দেয়নি
তোদের ওরে কুলাঙ্গার ||

কি বুকে মাছুম বাচ্চাটাকে
করলি এতো প্রহার ||

পানি পানি করে রাজন
পানি তো দিলেনা
ঘাম খাইতে নির্দেশ দিলে
ওরে এজিদ সেনা
তোরা কি মোসলমান ছিলেনা
ওরে কাফির কুফফার ||

কি বুকে মাছুম বাচ্চাটাকে
করলি এতো প্রহার ||

ভেবেছিলে পার পাইবে
কিছুই তোদের হবেনা
পাপে যে বাপকে ও ছাড়েনা
জানা বুঝি ছিলোনা
দেখ জেগেছে আজ সারা বাংলা
সবাই চায় তোদের বিচার ||

কি বুকে মাছুম বাচ্চাটাকে
করলি এতো প্রহার ||

সরকারের কাছে হাবিব
জানাই নিবেদন
দ্রুত বিচার ট্রাইব্যুনালে
ওদের করুন সমর্পণ
১৬ কোটি জনগণ তাই চায়
এ বিশ্বাস আমার ||

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.