![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা নিজেদেরকে জন্মসূত্রে মো’মেন বা মুসলিম বলে বিশ্বাস করি। কিন্তু এ বিশ্বাস কি আদৌ যুক্তিসঙ্গত, আল্লাহর কাছে কি এই বিশ্বাসের কোনো মূল্য আছে? নাকি মো’মেন হতে হলে আল্লাহর দেওয়া মানদণ্ডে নিজেকে উপযুক্ত হতে হবে? আগে তো মো’মেন হব তারপরেই না আমল, আখলাক ইত্যাদি। জান্নাত মো’মেনের জন্য, গোনাহ ক্ষমা মো’মেনের জন্য, পৃথিবীতে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিবেন মো’মেনকে, নামায, রোযা, হজ্ব, যাকাত সবই মো’মেনের জন্য। সেই মো’মেন কারা?
আল্লাহ বলেছেন, মু’মিন শুধু তারাই, যারা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস ধারণ করে, এর উপর দৃঢ়পদ থাকে এবং জীবন ও সম্পদ উৎসর্গ করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। (সুরা হুজরাত ১৫)। অর্থাৎ যারা সত্যের পক্ষে এবং মিথ্যার বিপক্ষে অবস্থান নেবে এবং নিজেদের সর্বস্ব ত্যাগ করে মানবতার কল্যাণসাধনে আত্মনিয়োগ করবে তারাই মুমিন। পক্ষান্তরে যারা শুধু নিজের স্বার্থে জীবন অতিবাহিত করে, সামষ্টিক শান্তির চিন্তা না করে কেবল নিজ সুখ-সমৃদ্ধির কথা ভাবে তারা তো পশুর জীবনযাপন করছে। পশুও খায়, সন্তান জন্ম দেয়, এক পর্যায়ে মারা যায়। স্বার্থপর মানুষও ঠিক ঐ রকম, তাদের আগমনে মানবজাতি কোনো উপকার পায় নি, তাই এদের মানবজনম ব্যর্থ। আত্মকেন্দ্রিক স্বার্থপরের নামাযও নেই, সমাজও নেই, জান্নাতও নেই। অথচ আমরা মনে করি, সমাজে কী হলো না হলো তা দেখার আমার কী দায় রয়েছে, সেটা দেখবে সরকার। আমি শুধু চোখ কান বুজে নিজের জন্য খেটে যাবো আর পাঁচ ওয়াক্ত নামায পড়বো। ব্যস, এতেই আমি জান্নাতে চলে যাবো। এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।
©somewhere in net ltd.