![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধন্যবাদ স্যার। স্যার যে দেশে ১০০ শতাংশের মধ্যে ৮৫ শতাংশ শিক্ষার্থী গ্রামে পড়ালেখা কর, যে দেশে ১৪ লক্ষ্যের বেশি পথশিশু’র জীবন পথে, যে দেশে প্রতি বছর শিক্ষিত বেকারের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যে দেশে গ্রায়জুয়েট শিক্ষিত ব্যাকারের সংখ্যা প্রায ৫ লক্ষ্যের বেশি আর সে দেশে ক’দিন পর পর পরির্বতিত হচ্চে শিক্ষা ব্যবস্থার নানা নিয়ম। এই নিয়মের জালে দিশ্বেহারা লাক্ষো শিক্ষার্থী ও হাজারো পরিবার। তবে এতো সীমাবদ্ধতার পরেও রয়েছে একটু আশার আলো। দেশ গড়ার কারীগর শিক্ষক। আর এই শিক্ষকরা যদি শ্রেণি কক্ষে পাঠদানের প্রতি অধীক মনযোগী হয় তবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং অতিশয় সম্ভবনার পথ খুঁজে পাওয়া যাবে। (আমার প্রিয় স্যার’ কিছু মনে করবে না)
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: স্যারেরাও নিরুপায় !!