নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার আকাঙ্ক্ষায় ব্লগে আনাগোনা।

হাফিজ বিন শামসী

আলহামদুলিল্লাহ।

হাফিজ বিন শামসী › বিস্তারিত পোস্টঃ

আমাকে তোমরা গলাটিপে হত্যা করো। আমি আর বেঁচে থাকতে চাই না।

১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২১


ছবি গুগল থেকে নেয়া।


আমাকে তোমরা গলা টিপে হত্যা করো। আমি তোমাদের ক্রীতদাস হয়ে আর বেঁচে থাকতে চাই না। বাঁচার ইচ্ছে আমার মরে গেছে।
আমি আমার মতো করে হাসতে পারি না। আমাকে তোমাদের মনের মত করে হাসতে হয়। আমার সে হাসি দেখে তোমরা আবার বিদ্রুপের হাসি হাস। তোমরা আমাকে আঘাত করবে অথচ আমি আমার ইচ্ছা অনুযায়ী মন খুলে কাঁদতে ও পারব না। আমার কাঁদার অধিকারও নেই। আমার কাঁদার অধিকারটুকুও তোমরা কেড়ে নিয়েছো। কাঁদতে হলেও তোমাদের অনুমতি লাগে। আমাকে কাঁদতে বলে তোমরা হাস। আমার কাঁদা তোমাদের মনে আনন্দ যোগায়। আমার চোখের জল তোমাদের আত্মতৃপ্তি দেয়।
আমার ভালবাসাও নিষেধ। ভালবাসতে হলে তোমাদের মত করে ভালবাসতে হবে। সে ভালোবাসায় আমার ভালোলাগা থাক বা না থাক। আমার ভালো লাগা, ভালোবাসা, চাওয়া, পাওয়া সবকিছুই তোমাদের মর্জি মাফিক। আমি হাসলে তোমরা আমাকে কাঁদতে বলো আবার কাঁদলে বলে বলো আসতে। আমার হাসি নাকি দেখতে গেঁয়ো। তা দেখে তোমাদের গায়ে কাঁটা দেয়। আমার কান্না নাকি বড়ই বেসুরে। আমার কোন কিছুই তোমাদের ভালো লাগেনা। তোমাদের সহ্য হয় না।

তোমাদের হাসি দেখে আমার কলিজাটা চুপসে বেলুনের মত হয়ে যায়। হৃদয়ের স্পন্দন বেড়ে যায়। ঘৃণায় বমি আসে। আমার সর্বাঙ্গ কাঁপতে থাকে। আমি জানি তোমাদের ওই হাসিতে খু লুকিয়ে আছে। ওই হাসিতে লুকিয়ে আছে কোন মায়ের কোল খালি করার করুন কাহিনী। লুকিয়ে আছে দুঃখী, অসহায়, অনাহারীর মুখের অন্ন কেড়ে আনা বা কোন হতদরিদ্র সহায়-সম্বলহীন মানুষের মাথা গোঁজার শেষ সম্বলটুকু লুটপাটৈর ইতিহাস। অথবা কোন অষ্টাদশী নারীর স্বপ্ন পুরুষের জন্য অতি যত্নে রাখা সবচেয়ে মূল্যবান সতীত্ব হরণের আত্মচিৎকার।
একে বেঁচে থাকা বলে না। তোমরা আমাকে গলাটিপে হত্যা করো। আমি মরে বেঁচে যাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরে নানান রকম ভাবে এরকম ঘটনা ঘটেই চলেছে। আরো ঘটবে।

১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৮

হাফিজ বিন শামসী বলেছেন: পৃথিবীতে মানুষের থেকে আরো অসহায় প্রাণী আর আছে কি?

২| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়!

আওয়ামী স্বৈরাচারিতা শুধু অতীতকেই মনে করিয়ে দেয়!
কোথায় সিরাজ শিকদার সেই দম্ভেরই ছায়াচিত্র যেন আজ চুনোপুটিদের মাঝেও
যে দম্ভের করুন শিকার আবরার!

আমার হাসি
আমার কান্না
আমার কথা বলায় অদৃশ্য শেকল!
লিখতে গিয়ে বারবার কি বোর্ডে আঙুল থেমে যায়!

কেন? কেন? কেন?

এই কি স্বাধীনতার চেতনা?

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৪১

হাফিজ বিন শামসী বলেছেন: "কোথায় সিরাজ সিকদার" ট্রাজেডি নাটকের বাকী অংশটুকু এখন মঞ্চস্থ হচ্ছে।


স্বাধীনতার চেতনা এখন শুধুই একটি মনোপলি বানিজ্যের নাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.