![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের দোয়ায় নতুন একটা কফি ও জুস (Fresh & Natural) Shop খুলতেসি। তার জন্য একটা সুন্দর নাম খুঁজছি। কেও কি কোন সুন্দর নাম দিয়ে একটু হেল্প করবেন প্লিজ ।
সুন্দর নাম প্রদানকারী পুরস্কার হিসাবে পাবেন একজন সঙ্গী সহ আমার Shop এ কফি ও জুস খাবার সুবর্ন সুযোগ
।
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৭
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: সুধু নির্যাস!!
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০১
প্লাব২০১০ বলেছেন: নামঃ
1. জুসি (Juicey)
2. জুস ক্যাফে
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৮
জহিরুল ইসলাম রাসেল বলেছেন:
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০১
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: Pedobear in the Pond
Juicylicious
Squeeze
Zest
Punch & Coffee Corner
Squeeze and Grind
Juice & Coffee Fountain
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১০
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: ভালোই ....
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৯
দিশেহারা আমি বলেছেন: সহজ নাম-ফ্রেশ জুস কর্নার
fresh juice corner
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১১
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: হুম....
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৪
নীল-দর্পণ বলেছেন: আগে খাওয়ান। খাওয়ার পরে খুশীর চোটে মাথা থেকে নাম বের হবে। তখন নাম নির্বাচন করে দিয়ে আসবো
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৭
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: নাম ছারা চালুই তো করতে পারুম না আর চালু না হইলে খাওয়ামু কেমনে?
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১৪
কবিরাজ_কুশল বলেছেন: CAFFETA ( ক্যাফিতা )
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৯
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: মাজেযা কি??
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৪
দিশেহারা আমি বলেছেন: ইহা আমি কি দেখিলাম
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩১
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: খাইছে....
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৮
নীল ত্রিস্তান বলেছেন: cold n sour
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩২
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: Hot n Sour....!
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩২
সকলম বলেছেন: নিচের বোল্ড করা নামগুলো দেখুন। পছন্দ হলে আমার পুরষ্কারটা কনভার্ট করে সমপরিমাণ টাকা কোন এতিমখানায় দান করে দিয়েন।
শুভেচ্ছা।
Propina (Spanish word for Tip)
From the Greek Propinein, which means "to drink to the health of someone else." This evolved into Propina from the ancient custom of buying a drink, toasting to someone's health, drinking half of the cup -- and then giving the other half to him (the person to whose health you are drinking) to drink.
Pourboire, French wordliterally means, "to drink,"
Soleil (French) and Solell (Catalan) Sun
From the Latin "Ssoliculu", meaning, "a little sun"; "sol" meant just "sun."
Utopia: Greek for "no where."
Allegory
From Greek allos meaning "other" and agora meaning gathering place (especially the marketplace). In times past, it was common to do one's chatting at the marketplace. Some of the topics discussed were clandestine in nature and when people spoke about them, for fear of being punished, they would speak indirectly. That is to say, they would speak about one thing in such a way as to intimate the actual information to the listener. Thus, the persons discussing clandestine matters were said to be speaking of "other things" in the marketplace. Eventually the words joined and became associated with the act of speaking about one thing while meaning another.
Cider
Comes from the Greek sikera, which came from the ancient Hebrew shekar, meaning "any intoxicating drink other than wine made by the fermentation of fruit juice."
Faro (Spanish) Lighthouse
An ancient island off Egypt, the Isle of Pharoah, had a great lighthouse on it.
১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৯
প্রদীপ মিত্র বলেছেন: Beer House টাইপ নাম রাখেন লোকজন উথলাইয়া পড়বে, আইসা মন খারা পইড়া না হয় এক গ্লাস জুসই খাবে
১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৫৯
মুক্ত মণ বলেছেন: কর্নার শপ
Thirst crunch. এছাড়া স্মৃতির নদীগুলো এলোমেলো... এর নামগুলোও সুন্দর।
১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০২
মৈত্রী বলেছেন: কোন যায়গায় হবে? প্লেস ঠিক করছেন??
এ্যাড্রেসটা একটু দিয়েন প্লিজ.....
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২০
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: মিরপুর-১১
১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৩০
নীল-দর্পণ বলেছেন: আড্ডা
হতে পারে আপনার আড্ডা-ই একসময় আড্ডাবাজ তরুন-বুড়োর খুব প্রিয় আড্ডাখানা যেখানে ঠান্ডা-গরম সবই পাবে
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: কমন পরসে
১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৭
টাক্কা বলেছেন: quencher
১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১৫
সুমন ধ্রুব বলেছেন: কতবেল
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২১
জহিরুল ইসলাম রাসেল বলেছেন:
১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২৪
আমি জমিদার বলেছেন: জইরা কফি ও জুস Shop
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৬
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: দারুন....
১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৪২
চিকন আলি বলেছেন: " কজু শপ "
ক= কফি
জু= জুস
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:১৮
জহিরুল ইসলাম রাসেল বলেছেন:
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৬
সবুজ ভীমরুল বলেছেন: শুনেন ভাই নামটা হওয়া চাই এমন যাতে সবার মাথায় একটু বেশী সময় হলেও থাকে। আপনি আপনার শপকে অন্যদের থেকে differentiate করতে হবে। আপনি শুধু একটা ফলের উপর ভিত্তি করে সহজে অন্যদের থেকে differentiation করতে পারেন। আপনার শপের নাম হতে পারে
"The Green Lemon"
আপনার শপের পরিবেশের মধ্যে লেবু ও লেবু পাতার আমেজ আনলে তো আরও ভাল হয়। অর্থ্যাৎ আপনার শপে সব ফলের জুস পাওয়া যাবে, কিন্তু আপনার শপের লেবুর জুস হবে সবার থেকে আলাদা। এই আলাদা Brand Image ই আপনার শপকে জনপ্রিয় করতে সাহায্য করবে।
আপনাকে ধন্যবাদ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২১
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: ধন্যবাদ ভাই। দারুন বলেছেন।
১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৩
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: আরে নামইতো দিলাম, লাইক হয়নাই??
দাড়ান আরো দিচ্ছি
কফি মেলা,
কফি বাজার,
আই লাইক ইট >>>>> (এখানে কফি ভর্তি কাপ হবে)
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৩
জহিরুল ইসলাম রাসেল বলেছেন:
২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:২৭
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: দুরন্ত
পাশে একটা গরম কফির কাপ হবে, তার পাশে একটা ছুটন্ত ঘোড়া,
তার মানে হচ্ছে কফি খেয়ে মানুষ তো সতেজ হয়, তো যে কফি খাবে সে ঘোড়ার মতোই ছুটতে পারবে।
ভাই রাগ কি কমছে
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৫
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: :-<
২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩০
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: কফি গরম, জুস ঠান্ডা
তো এক কাজ করেন, নাম দেন "হট এন্ড কুল"
২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭
শিপু ভাই বলেছেন:
JuCo Corner....
coFFe Bar....
২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২১
বৈকুন্ঠ বলেছেন: ডন পেড্রো
ছবি দিবেন একজন বুড়া ম্যাক্সিকান টাইপের লোক ধোঁয়া উরাইন্যা কফির মগ হাতে বৈসা রৈসে। ঐ বুইড়াই ডন পেড্রো
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
জহিরুল ইসলাম রাসেল বলেছেন:
২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
তাসনিয়া বলেছেন: juice cafeteria!
২৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
তাসনিয়া বলেছেন: উপরে এত নাম এর মাঝে আপনার নাম পছন্দ হয়নাই????
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১১
জহিরুল ইসলাম রাসেল বলেছেন:
২৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৮
জাহিদুল হাসান বলেছেন: dejuice/juicee
২৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
কুন্তল_এ বলেছেন: উপ্রে যারা মূল্যবান মতামত দিয়েছেন তাতেই তো হয়ে যাবার কথা। তবে সবুজ ভীমরুলের আইডিয়াটা মাথায় রাইখেন। যেকোন ১টা বা ২টি আইটেমকে ব্র্যান্ডিং করতে হবে। আপনার টার্গেট কাষ্টমার কারা? কফি ও জুস বার জমে আশেপাশে ইউনিভার্সিটি/কলেজ থাকলে।
আপনার শপ দ্রুত জমে উঠুক।
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১৪
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: ধন্যবাদ। হু সবুজ ভীমরুলের আইডিয়াটা ভালো।
২৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
টর্মেণ্টর্ বিষু বলেছেন: সবুজ ভীমরুলের আইডিয়াটা খারাপ না। আপনার কফি সপের জন্য শুভকামনা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৫৬
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: ধন্যবাদ
২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:২৮
শারমিন সোনালী বলেছেন: জুসিকা ক্যাফেইন ডিজিটাল যুগে এই নামটাই বেটার হবে। শুভকামনা রইল
২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৯
জহিরুল ইসলাম রাসেল বলেছেন:
৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:২৪
১১স্টার বলেছেন: রিফ্রেশ কফি হাউস
৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০২
হেডস্যার বলেছেন:
কফি'র ক আর জুসের স মিল্লা "কস"
বা "সেইরাম কস"
১১ নাম্বার বাস ষ্ট্যান্ড এর কোন দিকে এইটা?
২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩৯
জহিরুল ইসলাম রাসেল বলেছেন: ১১ নাম্বার বাস ষ্ট্যান্ড এ না। কালশী রোড এ সাংবাদিক প্লটের কোনায়.... BRAC & DBBL ATM বুত এর সাথে। আইসেন কিন্তু!!!!
৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫৩
দর্পন বলেছেন: ব্লগার ক্যাফে
৩৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৫৪
নয়া_পাগলা বলেছেন: ভাইবা নেই তার পরে বলমুনে
:!> :!> :!> :!> :!> :!> :!> :!>
৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫১
কেএসরথি বলেছেন: :-& :-& :-&
কফি এনড জুস (Coffe & Juice)
সংক্ষেপে কঞ্জুস।
এর থিম হবে, যারা কঞ্জুস, বেশী খরচ করতে চায় না, তার স্বল্প খরচে ভালো পরিবেশে কফি এবং জুস খেতে পারবে।
৩৫| ০৩ রা অক্টোবর, ২০১১ রাত ৮:৫১
রাষ্ট্রপ্রধান বলেছেন: আসবো শিওর , ব্লগাড্ডা হইবো
৩৬| ০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৮
রুকন ইমরান বলেছেন: No Name
৩৭| ২৫ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৮
অবসরে একাকী বলেছেন:
সহজ নাম-ফ্রেশ জুস কর্নার.............
৩৮| ০৫ ই নভেম্বর, ২০১১ সকাল ৯:৫৭
ফালাক বলেছেন: ইয়াবা ক্যাফে
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫৮
শিশির সিন্ধু বলেছেন: দোকানের নাম দেন নির্যাস........