![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
জন্মেছি, এও এক ঘটনা মাত্র।
কারও ইচ্ছেতে নয়, কারও অনিচ্ছেতেও নয়।
রক্তের গন্ধে ভরা এক সকালে
আমি নেমে এসেছি, অপ্রত্যাশিত চিৎকারে ।
শহরের ধুলো, গলির বিক্রি হয়ে যাওয়া রোদ,
বাসের পাদানিতে ঝিমিয়ে পড়া শরীর,
সবকিছু দেখেছি। কেবল তাকিয়ে থেকেছি।
ভাবিনি কিছু। কেঁদেও উঠিনি।
ঘরের স্যাঁতসেতে মেঝেতে চাঁদের ছায়া নামে।
সহধর্মিণী অভিমানে মুখ ফিরিয়ে নেয়।
সন্তানের গালে শুকিয়ে যাওয়া অশ্রুধারা।
আমি তাকিয়ে দেখি, নিষ্পলক তাকিয়েই থাকি।
পকেটের গভীরে দরিদ্রতা লুকিয়ে থাকে।
মাথার ভেতর নীরবতার শূন্য শঙ্খ বাজে।
নতুন আসে, পুরনোরা হারিয়ে যায়।
আমি দেখি। কিছু বলি না।
নিজেকেই সন্দেহ করি, আবার ভুলে যাই।
পাপ কিংবা পুণ্য, অস্পর্শ রই।
শত্রু নেই, মিত্রও না।
আমি কেবলই একজন যাত্রী, ক্ষণিকের।
এ জীবন, এ জন্ম,
কোনো অনুতাপ নয়, কোনো অহংকার নয়।
একটি সংখ্যা মাত্র,
পৃথিবীর অনন্ত হিসাবের পাতায়।
২৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ২:০৬
রানার ব্লগ বলেছেন: আমি অনলাইনে পেয়েছি।
২| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৮
শাহ আজিজ বলেছেন: আমি কি ওদের ঠিকানা পেতে পারি ?
২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০০
রানার ব্লগ বলেছেন: আপনি তো অনলাইনে ঘোরাঘুরি করেন। আপনি কেন পাচ্ছেন না এটাই আশ্চর্য। যাই হোক আমি লিংক দেব আপনার ইমেল আমাকে শেয়ার করবেন।
৩| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৫
যামিনী সুধা বলেছেন:
উনি আসলে বাউন্ডুলে ছিলেন; কিছু একটা লিখতেন, সেজন্য কবি বলা হতো।
২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০০
রানার ব্লগ বলেছেন: কিন্তু ওনার লেখা কিন্তু মোটেও বাউন্ডেলে না। যথেষ্ঠ শক্তিশালী।
৪| ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
শাহ আজিজ বলেছেন: [email protected]
২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪০
রানার ব্লগ বলেছেন: মেইল চেক করুন
৫| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৭
শাহ আজিজ বলেছেন: না , পাইনি ।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৩৩
শাহ আজিজ বলেছেন: দাউদের কবিতার বই পাবো কোথায় ।