নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।\"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

হামীম প্রসেস

হামীম প্রসেস › বিস্তারিত পোস্টঃ

আপন চিন্তাকে গুরুত্ব না দেওয়াও পাগলামী ।

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৪

অনেক পাগল দেখতে পাই । তাদের আকৃতি হুবাহু মানুষের মত তারাও জাইগোট এর মাধ্যমে মানুষ্য পেট থেকে হয়েছেন ।পাগলদের দুশচিন্তা থাকেনা কারণ তারা আসল পাগলদের মত চিন্তা ভাবনা করতে পারে না ।
.
মানুষ কিভাবে পাগল হন সেটা আমরা উপলব্ধি করার সময় পাই না । আমরা যে সময় পাই সেটা হচ্ছে দুশ্চিন্তা করার অথচ এটা পাগলের করা উচিত ছিল । জন্মের পর মানুষের সামগ্রিক চাহিদাই তাকে পাগল হবার দিকে প্রভাবিত করে ।আমরা যতই অভাব পুরণ করে চলেছি ততই বড় পাগল হচ্ছি ।

.
সমাজে অনেক কুসংস্কার এখনও বিদ্যামান সেগূলোকে মানুষ জানার পরও সংস্কার করতে ভয় পান এটাকি সমাজের পাগলামি নয় ।মুর্খ, অশিক্ষিত, চোরাকারবারিরা সমাজের প্রধান কোন অপরাধের বিচার তারাই করে । সেই ঐতিহা প্রথা গত বিচার ও বিচার যোগ্য শাস্তি তাদের কথাতেই হয় ।।
.
আমাদের সমাজে সংস্কৃতির কি উন্নয়ন হয় ।সংস্কৃতি বলতে আমরা যা বুঝি পুরাতন রীতি-নীতি আকড়ে ধরে রাখা ।আমরা সংস্কৃতির আসলট বুঝার চেষ্টাও করি না ।উল্টা পহেলা বৈশাখের দিন পান্তা-ইলিশ, বাশের লাঠির অভিনয় করে সংস্কৃতির তাচ্ছিল করি ।বাস্তবে যেটা করিনা সেটা একদিন অভিনয় করাটা কি পাগলামি নয় ।সত্যিই যদি আপনি বাঙ্গালি সংস্কৃতির চর্চা করতেন তাহলে এ বাংলা সোনার বাংলায় রুপান্তরিত হতো ।
.
আমরা যে বাঙ্গালির দোষ দেই সেটা শংকর বাঙ্গালি ।আসল বাঙ্গালিতো বাংলার উন্নয়ন চাবে জাতিকে ভালবাসবে ।আসল বাঙ্গালী এদেশের কবি সাহিত্যিক প্রগতিশীলরা ।
.
আপনি আপনার চিন্তার গুরুত্ব না দিলে পাগলামির হাত থেকে রেহাই পাবেন না ।অনেক চিন্তাই আপনি সঠিক করছেন অথচ সমাজ, সংস্কৃতি সেটাকে অবদমিত করছে যার কারনে আপনি ঐচিন্তা করা থেকে সরে যাচ্ছেন ।বিচার বিশ্লেষনের পর বাস্তবতাকে মেনে নেয়াই একজন প্রকৃত মানুষের কাজ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.