নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।\"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

হামীম প্রসেস

হামীম প্রসেস › বিস্তারিত পোস্টঃ

সিভিল সমাজ হার্ড র্যাপ

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

আমরা বাঙ্গালীরা সব সময় চুরি বাটপারী ছ্যাচরামী বুদ্ধিবাজী দুর্নিতী গুটিবাজীতে ১ নম্বর ।
.
এই একটা কাগজের টুকরায় পাঁচ আর দুইটা শুন্য কত কোপাকোপি মারামারি হইল এইট্যার জন্য ; পোলাই বাপের বেইল দেয় না বাপে পোলারে বেইল দেয় না , ট্যাকার সময় আইলে মামা কেউ কাউর দিকে তাকায়না ;অলটাইম মাথায় চিন্তা থাকে কেমনে পকেটে টাকা ভরি একশ দুইশ হাজার থেকে কেমনে কুটি টাকা করি ।
.
পহেলা ফাল্গুন-সাহিত্য দিবস,পহেলা বৈশাখ-বিজয় দিবস সভ্য শগুনেরা এসব দিনরে বানাইছে ডেটিং দিবস ।
.
বাস্তবে দেখা নিজের লেখা এখন দেখামু তোদের দাদা নানাগো কি লাভ হইলো রক্ত দিয়া একাত্তরে ?

নিজেগো ভীতরে গরম দেখানো পার্ট লওয়া এখন বন্ধ কর আজাইরা এসব কাম বাদ দিয়া দেশটার লাইগা কিছু কর ; কত বছর হইসে, দেশটা এখনো টুপির কারখানাই হইয়া আছে, চারপাশে দেখ বাঙালিরা কি পাইছে, দেশটার ভবিস্যতের নাই কোনো খবর; ভাই তোরা কান খোল হিসাবের কথা হোন তোরা চোখ খোল, হিসাবের খাতা খোল ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৭

মাঘের নীল আকাশ বলেছেন: যারা একাত্তরে রক্ত দিসে হেরা যদি একবার ২০১৫ এর বাংলাদেশ দেখবার পারতো তাইলে...তাইলে ৫২ তেই উর্দু ভাষায় কথা কইতো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.