নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।\"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

হামীম প্রসেস

হামীম প্রসেস › বিস্তারিত পোস্টঃ

যদি ভারতে জঙ্গি হামলা বাংলাদেশে বোমা হামলা

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

ধরুন ১০ থেকে ১৫ জন বাংলাদেশী জঙ্গী ইন্ডিয়ার মধ্যে ঢুকে বোমা গ্রেনেট গুলি বর্ষন করল এতে ভারতের চারশত থেকে পাচশত নিরীহ লোক মারা গেল ।এতে ভারতে প্রেসিডেন্ট ক্ষিপ্ত হয়ে বাংলাদেশে যুদ্ধবিমান দিয়ে বোমা বিষফোরন করল ও যুদ্ধ ঘোষনা করলেন ।বাংলাদেশে দশ হাজার থেকে বিশ হাজার নিরীহ লোক, শীশু সন্তান ভাই বোন আত্মীয় স্বজন মারা গেল ।
.

একই ঘটনা ফ্রান্সের ।এখানে অনেক কিন্তু ও অনেক প্রশ্ন জড়িয়ে আছে ।
- ইউরোপের তেলের লোভ
- অস্ত্র ব্যবসা
- ফ্রান্সকে তেলের ভাগ দিবে কিনা ।
- ফ্রান্স এটা ভাবলো যাক দু একটা মরল তাতে যায় আসে না আমেরিকা ও রাশিয়ার সাথে সম্পর্কটা শক্ত করি
- আমিরিকা ভাবল বেকার বেকার ফ্রান্সকে তেলের ভাগ দেব কেন? পরে ঠান্ডা মাথায় ভাবল ফ্রন্সকে দিয়ে নতুন নতুন ইস্যু তৈরি করা যাবে আপাতত হ্যান্ডসেকটা করি ।
- আমিরিকার অস্ত্রতেই ফ্রান্সের লোক মারা গেছে যদি অস্ত্রগুলো পরিক্ষা করা হয় ।ভারি অস্ত্র আইএস এর কাছে তারাইতো বিক্রি করে তাদের এজেন্ট এর মাধ্যমে ।ইউরোপ সব সময় এক ঢিলে দুই পাখি নয়, চার থেকে পাচটা করে পাখি মারে ।তারাইতো কোটি কোটি ডলার খরচ করে গবেষক রেখেছে কিভাবে কাজ করলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না সেই জন্য ।আইএস এর পার্ট শেষ হবার সাথে সাথেই নতুন আরেকটি জঙ্গি দল তারা তৈরি করবে তাদের উৎপাদিত অস্ত্র বিক্রি করার জন্য ।আর সেগুলো পাঠানো হবে কোন সোনার খনির দেশে, তেলের দেশে যেখানে বসবাস করে আপনার আমার মুসলিম ভাই
- জঙ্গিরা ফ্রন্সের মানুষকে হত্যা করল ফ্রান্স হত্যা করল সিরিয়ার লোকজনকে ।ফ্রান্স হাত মেলাল আমেরিকা, রাশিয়া, বৃটেনের সাথে কিন্তু সিরিয়া কার সাথে হাত মিলাল ?সিরিয়ার আহতদের কি অবস্থা? তারা কি চিকিৎসা পাচ্ছে? খাবার পাচ্ছে ?প্রতিটা সময় তাদের মৃত্যু ভয়ে কাটছে ।কি অবস্থা তাদের বাচ্চাদের? কি অবস্থা সে দেশের নারিদের? যানতে মনচায়
- বিশ্ব শান্তির প্রতিক জাতিসংঘ চুপ ক্যান ।ঝড়-ঝাবটা হইলে সাহায্য দেবার মনচায় যুদ্ধ কবলিত গরিব দেশ সাহায্য দেবার ইচ্ছা জাগেনা সমাধানও করে না ।আমরা কি এর জন্য জাতির সংবদ্ধ বানাইছি ।
- যাইহোক ফ্রান্স জঙ্গির ঘটনা অনেক কিছুই লেখা যায় ।এগুলো বাদ দিলাম প্রথমকার কথায় আসি ।যদি বাংলাদেশি জঙ্গীদের কারণে আমাদেরকে ভারতীয় বোমা খেতে হয় এতে কার দোষ? আমাদেরই দোষ ।আমাদের অতি নিকটের জঙ্গিটিকে চিনতে অথবা কেউ যাতে নতুন জঙ্গি না হয় সেদিকে নজর রাখতে হবে ।

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৪

নিরব শান্ত বলেছেন: ভাল লিখছেন।ধন্যবাদ।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল লিখেছেন, সহমত।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০

চলতি নিয়ম বলেছেন: দরদ আই এস এর জন্য না কি সিরিয়ার জন্য?

৪| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

নজরুল ইসলাম টিপু বলেছেন: ........আমিরিকার অস্ত্রতেই ফ্রান্সের লোক মারা গেছে যদি অস্ত্রগুলো পরিক্ষা করা হয় ।ভারি অস্ত্র আইএস এর কাছে তারাইতো বিক্রি করে তাদের এজেন্ট এর মাধ্যমে ।ইউরোপ সব সময় এক ঢিলে দুই পাখি নয়, চার থেকে পাচটা করে পাখি মারে ।তারাইতো কোটি কোটি ডলার খরচ করে গবেষক রেখেছে কিভাবে কাজ করলে কেউ কিচ্ছু বুঝতে পারবে না সেই জন্য ।আইএস এর পার্ট শেষ হবার সাথে সাথেই নতুন আরেকটি জঙ্গি দল তারা তৈরি করবে তাদের উৎপাদিত অস্ত্র বিক্রি করার জন্য ।আর সেগুলো পাঠানো হবে কোন সোনার খনির দেশে, তেলের দেশে যেখানে বসবাস করে আপনার আমার মুসলিম ভাই..........

৫| ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

আব্দুল্যাহ বলেছেন: ভালোই বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.