নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যদি আপনার কথার মধ্যে নিরপেক্ষ থাকার ভঙ্গি, ভাল সাজবার ভান, বৈষম্য, মিথ্যা-চাতুরি, থাকে ।আর, স্বাধীনভাবে কথা না বলেন তাহলে আপনি , মানুষ সাজবার ভান করেন ।\"অন্যের মেধা ও দুর্বলতা জানার জন্য মানুষ সম্পর্ক করার ভান করে ।

হামীম প্রসেস

হামীম প্রসেস › বিস্তারিত পোস্টঃ

আগে কি? সুন্দর দিন কাটাইতেন

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

"আগে কি সুন্দর দিন কাটাইতাম" এই লেইরিকটা সমাজজ্ঞানীদের মনে কষ্ট দেওয়ার জন্য আর সাধারণ বোকা লোকদের সান্তনা দেওয়ার জন্য ।আবার এটাও বোঝায় বর্তমানকে তাচ্ছিল করা ।
.
কিভাবে বোঝালে বুঝবেন সেটাই বোঝায় ।
- বাংলাদেশ স্বাধীন হবার পর এদেশে জনসংখ্যা নাকি সাতকোটি ছিল ।আর এখন চৌদ্দকোটির বেশি ।তাহলে মাঝখানে কি হইছে ? কে কত সন্তান জন্মাইতে পারে এর প্রতিযোগিতা নাকি ।আমি এদেশে এমন সময়টাতেও ছিলাম যখন প্রতি তিন হাজারে বাবা-মায়ের এক সন্তান পাওয়া দুস্কর ছিল ।কোন কোন বাবা-মায়ের দুই সন্তান পাওয়া যেত তাও আবার আগেরগুলা নাকি কলেরা-ডায়রিয়ায় মারা যাবার পর ।কেন তাদের সন্তান নেবার প্রতিযোগিতা? তারা অধিক ছেলে সন্তানকে জমি-জামা জবর দখল করা বা টিকিয়ে রাখার উপায় মনে করত ।ধর্মীয় কিছু কারণেও এমনটা করত ।সবচেয়ে বড় বিষটা হলো আমাদের বাবা-মায়েরা মনে করতে একটা সন্তানে ভরসা নেই সে যেকোন মুহুর্তে মারা যেতে পারে যার ফলে তাদেরকে বৃদ্ধ বয়সে কষ্টে থাকতে হবে ।তারা কখনও ভাবেনি এদেশের আয়তনের কথা ,এদেশটা যে ছোট তারা বুঝলেও গুরুত্ব দিতেন না । তারা বর্তমান প্রজন্মকে এরকম হুমকির সম্মুখে ফেলার জন্য সুন্দর দিন কাটিয়েছে ।

- গ্রামের নওযোয়ান হিন্দু-মুসলমান নাকি মুর্শিদি গান গাইত ,উফ কি হাস্যকর মিথ্য কথা ।হিন্দু-মুসলিম একছিল নাকি? তখন কি খাইতা তোমরা ।
- সারাদিন অলস সময় কাটাইছেন, স্কুল ফাকি দিয়েছেন, চুরি-চামারি করেছেন ++ এভাবেই বেকার সমস্যা বাড়িয়েছেন ।
- তারা এসব অপকর্ম দ্বারা বর্তমানকে তাচ্ছিল করে বলছেন তারা আগে সুন্দর দিন কাটায়ছেন ।
আসলেই "আগে কি? সুন্দর দিন কাটাইতেন"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.