![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতটুকু দেখছি যতটুকু জেনেছি এবং অনুভব করেছি বা করছি অতটুকুই আমরা চিন্তা করতে পারব এর বাইরে নয় ।আমরা যেমনটা দেখেছি বা দেখি ঠিক সেরকমটাই প্রতিচ্ছবি আকতে পারব বা কল্পনা করতে পারব এর বাইরে নয় ।
স্বপ্ন হলো আপনি যা দেখেন বুঝেন অনুভব করেন চিন্তা করেন আর যা নিয়ে কল্পনার প্রতিচ্ছবি আকেন তার সংমিশ্রন(গ্রাফিক্স) এর বাইরে নয় ।
ভালবাসা হলো স্বপ্নের খেলা , শারীরিক চাহিদা ও চোখের মায়ার সংমিশ্রন ।এটা মানুষের সবচেয়ে শক্তিশালী অংশ আবেগকে নিয়ন্ত্রন করে ।
.
এর মানে আপনি যত জানবেন পড়বেন তত বেশি বুদ্ধি ও চিন্তা করতে পারবেন ।আপনার স্বপ্নগুলো প্রশস্ত ও বাস্তবে পরিনত হবে ।ভালবাসাকে নিয়ন্ত্র করে কাকে কতটুকু ভালবাসা দিবেন আর কে কে আপনার কাছ থেকে ভালবাসা পাওয়ার অধিকার রাখে সেটা স্পষ্ট বুঝতে পারবেন ।
(hp)
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪
চাঁদগাজী বলেছেন:
আগে ভাবেন, কি লিখবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২১
তদন্তকারী বলেছেন: এলোমেলো লিখা।