![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুসরণ নয়, অনুকরণ নয়, নিজেকে খুঁজতে চাই, নিজেকে জানতে চাই, নিজের পথে চলতে চাই ।
মিগ২৯ বর্তমান সময়ের অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধবিমান । এটি সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি ৪র্থ প্রজন্মের যুদ্ধবিমান যা ১৯৮৩ সালে প্রথম সোভিয়েত বিমানবহরে অন্তর্ভুক্ত হয়।এর ন্যাটো কোডনেম হল ফুল্ক্রাম। মিগ২৯ একটি মাল্টিরোল কমব্যাট ফাইটার যা একইসাথে আকাশে ও ভূমিতে হামলার জন্য অত্যন্ত পারদর্শী। এর শক্তিশালী Klimov RD-33 আফটার বার্নিং টার্বো ফ্যান ইঞ্জিন নিমেষেই বিমানকে সাবসনিক থেকে সুপারসনিক গতিতে নিয়ে যেতে পারে। অত্যাধুনিক কোবরা ম্যানুভ্যারিটি ক্ষমতাসম্পন্ন এই বিমান শত্রুবিমানের মিসাইলকে ফাঁকি দিয়ে পুনরায় পাল্টা আক্রমন চালাতে পারে। সোভিয়েতরা এই বিমানকে তাদের স্টেট ওফ আর্ট হিসেবে পরিচয় দেয়। এটি দীর্ঘদিন পশ্চিমা এবং ইউরোপিয়ান দেশ গুলোর ফিয়ার ফ্যাক্টর ছিল। মিগ২৯ বর্তমান সময়ের বহুল আলোচিত একটি বিমান যা পৃথিবীর বিভিন্ন বিমানবাহিনীতে অত্যন্ত সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে।
মিগ-২৯
*রোলঃ এয়ার সুপারিওরিটি ফাইটার, মাল্টিরোল ফাইটার
*উৎপাদনকারী দেশঃ রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন)
*প্রস্তুতকারী কোম্পানিঃ মাইকন
*১ম ফ্লাইটঃ ৬ অক্টোবর ১৯৭৭
*১ম সার্ভিসঃ জুলাই ১৯৮৩
*ব্যাবহারকারিঃ রাশিয়া, ভারত, ইউক্রেন, সিরিয়াসহ আরও কয়েকটি দেশ
*প্রস্তুতকৃত সংখ্যাঃ ১৬০০+
বাংলাদেশে মিগ-২৯
১৯৯৮ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে মিগ-২৯ যুদ্ধবিমান যুক্ত হয় । এখন বাংলাদেশের রয়েছে ৮টি মিগ ২৯ । কিন্তু ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমানের ৬টি দীর্ঘদিন থেকে গ্রাউন্ডেড।
প্রতিবেশী দেশ আরও উন্নত যুদ্ধবিমান তাদের বহরে জোগান দিচ্ছে। এমনকি মিয়ানমারের বিমানবহরের ১২টি অত্যাধুনিক মিগ-২৯ যুদ্ধবিমানের সঙ্গে যুক্ত হচ্ছে আরও ২০টি মিগ-২৯। পরবর্তী ২০টি মিগ-২৯ তাদের বিমানবাহিনীর বহরে জোগান দেয়ার জন্য এরই মধ্যে রাশিয়ার সঙ্গে দেশটির চুক্তি সম্পন্ন হয়েছে। ১৯৯৮ সালে বাংলাদেশ যখন মিগ-২৯ যুদ্ধবিমান সংগ্রহ করে, একই সময়ে মিয়ানমারও ১২টি মিগ-২৯ যুদ্ধবিমান সংগ্রহ করে। তারা বাংলাদেশের চেয়ে প্রায় অর্ধৈক দামে ১২টি মিগ ক্রয় করেছিল। তাদের সবগুলো মিগ-২৯ সচল আছে। বাংলাদেশের মিগ-২৯গুলো দীর্ঘদিন থেকেই অচল অবস্থায় গ্রাউন্ডেড। বাংলাদেশ অত্যাধুনিক মডেলের মিগ-২৯ যুদ্ধবিমান ক্রয় করলেও বর্তমানে কাজে আসছে না। এতে বিমানবাহিনীর একটি ইউনিট পুরোপুরি শক্তিহীন হয়ে পড়ার উপক্রম হয়েছে। গ্রাউন্ডেড অবস্থায় অকেজো হয়ে থাকা ৬টি বিমানের যন্ত্রাংশ দিয়ে দু’টি মিগ-২৯কে কোনোরকমে সচল রাখা হয়েছে।
যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষায় যুদ্ধবিমান একটি অত্যাবশ্যকীয় জিনিস । মিগ-২৯ এক্ষেত্রে অনেক দেশেরই কামনার বস্তু । আমাদের প্রতিবেশী ভারত ও মিয়ানমার প্রতিনিয়ত নতুন নতুন যুদ্ধবিমান বিমানবাহিনীতে যোগ করছে । কিন্তু আমরা যা আছে তাই ভালভাবে সংরক্ষণ করতে পারছি না । রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে কেনা এসব যুদ্ধাস্ত্র হেলায় নষ্ট করার জন্য নয়।
০৯ ই মে, ২০১৪ রাত ১২:১৬
হাম্মাদ সেজুল বলেছেন: এটা তো এখনো যুক্ত হয়নি ।
২| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:২৩
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: ভাই আমার এক বন্ধু এটা চালায় তাই বলছি!! একটু খোজ নিয়ে দেখেন!! আপনি মনে হয় ট্রেইনি ফাইটার ইয়াক-১৩৫ এঁর কথা বলছেন!!
০৯ ই মে, ২০১৪ রাত ১২:৪০
হাম্মাদ সেজুল বলেছেন: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে । তবে রক্ষণাবেক্ষণ না করলে এগুলোও বেশিদিন টিকবে না ।
৩| ০৯ ই মে, ২০১৪ রাত ১২:৫৩
ইমাম হাসান রনি বলেছেন: সেনা আর নৌ বাহিনীর দিকে তুলনা করলে বাংলাদেশের ধারের কাছেও নাই মায়ানমার । আপনি নিজে মায়ানমার নেভির দিকে একবার দেখেন । আর সবকিছু বিবেচনা করলে কোন অবস্থাতেই ওদের এগিয়ে রাখার সুযোগ নাই ।
০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৪
হাম্মাদ সেজুল বলেছেন: কিন্তু তারা এগিয়ে যাবার চেষ্টা চালাচ্ছে । এমনকি পরমাণু বোমা তৈরি করার চেষ্টাও করা হচ্ছে ।
৪| ০৯ ই মে, ২০১৪ রাত ১:০৩
ইঞ্জিঃ সামি বলেছেন: ভাল পোস্ট।
০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৫
হাম্মাদ সেজুল বলেছেন: ধন্যবাদ
৫| ০৯ ই মে, ২০১৪ সকাল ১০:০৯
অস্থির_অশান্ত বলেছেন: ভাই সামনে কোনো যুদ্ধ আছে নাকি????
০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৬
হাম্মাদ সেজুল বলেছেন: যুদ্ধ তো আর বলে কয়ে আসে না । সতর্ক থাকা উচিত ।
৬| ১০ ই মে, ২০১৪ রাত ২:৩২
কুশল রাজ রায় বলেছেন: ভালো লাগলো।
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:০২
হাম্মাদ সেজুল বলেছেন: ধন্যবাদ।
৭| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:৪৬
সাইবার অভিযত্রী বলেছেন: একই সময়ে মিয়ানমারও ১২টি মিগ-২৯ যুদ্ধবিমান সংগ্রহ করে। তারা বাংলাদেশের চেয়ে প্রায় অর্ধৈক দামে ১২টি মিগ ক্রয় করেছিল। তাদের সবগুলো মিগ-২৯ সচল আছে। বাংলাদেশের মিগ-২৯গুলো দীর্ঘদিন থেকেই অচল অবস্থায় গ্রাউন্ডেড।
জয় বাংলা ।
১০ ই মে, ২০১৪ বিকাল ৩:০২
হাম্মাদ সেজুল বলেছেন: ঠিক তাই।
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৪ রাত ১২:০৮
ইঁদুর চিকার মারামারি, নষ্ট করে বসত বাড়ি বলেছেন: মিগের থেকেও ভালো বিমান এখন আমাদের আছে। ৪.৫ প্রজন্মের চীন থেকে আনা এফ-৭ এঁর নতুন ভার্সন!!