![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঔঁ নমো দিবসো রজনী,
কল্যাণে ঘীরে রাখীও মোরে।
ঔঁ নমো প্রভাতো ধরনী,
মঙ্গঁল করো সহস্র জীবে।
ঔঁ নমো ঊষারো ধরণী,
আশারো প্রদীপ জ্বালীও মনে।
হিংসাকে করিও নত,
অধরা কর্তার তলে।
মানুষ হিসাবে গ্রহণ করিও মোরে,
মানুষের কাছে।
ঔঁ নমো সন্ধ্যা ক্ষনো,
আপদে দাড়িও মোর পাশে।
ঔঁ নমো রাত্রী যাপনে,
নিজেকে দিয়েছি তোমারী হাতে তুলে।
তোমারী পায়ে কপালো ঠুকে,
ধরণীর কৃপা চাইগো মোরা।
সর্ব ধর্ম ভ্রাতা মোদের,
করিও রক্ষা আপদে বিনয়ে।
ভালোবাসা নয় কৃপা জানী, তোমারী হৃদয়ে।
উৎসর্গ করে দাও সবই, মানুষের নামে।
মানুষ বানীও মোরে,
মানুষের মতো করে।
মানুষ হতে চাই,
আর কিছু নয় জীবনে।
আপন হাতের অনিষ্ঠা থেকে,
করিও রক্ষা সর্বজনে।
নরক হইতে করিও মুক্তি,
পাপি তাপী ভ্রাতা মোদের।
তোমারী চরনে কণ্ঠ মোধের,
করিও স্বর ম্লান।
তোমারী ত্বরে জীবন মোদের,
নিবোধীত এই প্রাণ।
ঔঁ নমো “আলো” চরনে,
তুমি মোর দাতা।
ঔঁ নমো “বনিতা” দাত্রী,
তুমি মোর পাওয়া।
©somewhere in net ltd.