![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আমি হারিয়ে যাই,
বৈশাখের কাঁচা আমের গন্ধে,
দিগন্ত হীন কোন কাননে।
যদি আমি হারিয়ে যাই,
আগুন ঝরা দুপুরে, কৃষ্ঞ চূড়ার লালে ,
মাতাল হয়ে।
যদি আমি হারিয়ে যাই,
অচেনা কোন তরুনীর নুপূরের
মায়াবী ধ্বনীর আবেগে।
আমায় খুঁেজানা তুমি, পৃথিবীর সব কানন ধরে,
ভর দুপুরে, অচেনা সব তরুনীর তরে।
আমায় পাবেনা খুঁেজ, কাননের মাঝে,
সাঝের পূর্বে , কোন তরুনীর সাথে।
যদি আমি হারিয়ে যাই,
পদ্ধার তিরে ভেসে আসা,
যাযাবরের কাঁধে হাত দিয়ে।
যদি আমি হারিয়ে যাই,
স্বপ্ন সুন্দর সব পরীদের,
হাতে হাত রেখে।
যদি আমি হারিয়ে যাই,
জোৎস্নায় মাতাল ধরনীর শেষ রাতে,
কোন যুবুতির বুকে মাথা রেখে।
আমায় খুঁেজানা তুমি, পদ্ধার তিরে,
পরিদের সাথে, কোন যুবুতির ঘরে।
আমায় পাবেনা খুঁেজ, নদীর ধারে,
পরির সাথে, কোন যুবুতির মাঝে।
যদি আমি হারিয়ে যাই,
কোন মধূময় সন্ধ্যায়,
সাঝের মায়ায় পাগল হয়ে।
যদি আমি হারিয়ে যাই,
ভর দুপুরে অনাহারে কাতর,
তরুনীর হাত ধরে।
যদি আমি হারিয়ে যাই,
কোন বিরঙ্গনার আবেগময়ী শরিরের,
ভালোবাসায় জড়িয়ে।
আমায় খুঁেজানা তুমি, সন্ধ্যার সাথে,
ক্ষুদার্থ তরুনীর, বিলিয়ে দেওয়া শরিরের মাঝে।
আমায় পাবেনা খুঁেজ, গোধূলীর পরে,
তরুনীর সাথে, বদ্ধ কোন ঘরে।
যদি আমি হারিয়ে যাই,
গাঁয়ের চেনা পথে হেটে হেটে,
ভয়াক্ত কোন জঙ্গলে।
যদি আমি হারিয়ে যাই,
শিশুদের সুন্দর্য্যে পাগল হয়ে,
বেহেস্তের পাশ ধরে।
যদি আমি হারিয়ে যাই,
আলোর স্নিগ্ধ রুপের না ভূলা মায়ায়,
আলো বিলাসের নিশী বাগানে।
আমায় খুঁজোনা তুমি, গাঁয়ের পথে,
শিশুদের সাথে, আলো বিলাসের কুটিরে।
আমায় পাবেনা খুঁজে, গ্রামের ধারে
নিষ্পাপ বালকের রুপে, আলো বিলাসের মায়া কাননে।
©somewhere in net ltd.