![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন করে নিতে,
পারিনী তখন যারে।
আজ অবেলায় তারেই মনে,
পড়ছে কেন বারে বারে।
আজ মনে হয় সবার চেও,
সে আমায় বাসতো বেশী ভালো।
রোজ বিকেলে আমায় নিয়ে,
দিঘীর ধারে ছড়াতে সে আলো।
তরুন মনে প্রেমের জোয়র ,
উঠলে গো তার নিশী চেপে।
মনে করে এই আমারে,
চুমুয় চুমুয় দিত ভরে।
তার অনুরাগ ,
বুঝিতে না পেরে।
সত্য পরম দেবী টাকে,
দু’হাতে দিলাম দূরে ঠেলে।
আজ অঝরে বারী ঝরে,
আপন লোচন দিয়ে।
সত্যি কি তার রাগ ভাঙ্গেনী ,
আমার অনুরাগে।
তপন যখন লুকিয়ে যেত,
শিমুল গাছের ডালে।
দৌড়ে এসে ধরতো সেঝে,
আপন গলা চেপে।
মায়া ভরা তার আখি দুটি,
নিরবে যেন কিছু ছাইতো।
অমনি আমায় জড়িয়ে ধরে,
অধরে চুমুয় পালাতো।
আজ আমি একা ,
এই শিমুল গাছের তলে।
মানস দেবী,
জানিনা আজ কত দূরে।
দুহিতা; দেবী রুপে ,এসেছিল
আমার দুয়ারে।
আড়ালে থেকে , না দেখে তারে
তাড়িয়েছি তাহারে।
আজ আমি সন্নাসী হয়ে,
ধ্যান- মগ্নে।
যদি তার রুপ একবার মিলে,
আমার নয়নে।
যাই তবে আজ,
দেখা হলে বলো তারে।
আমার ভালোবাসা !
সে কি দূরে ঠেলিতে পারে।
আমি জানি,
ওগ আমি জানি।
আসবে ফিরে আবার,
আমার অভিমানী।
খুঁজতে আমায় গভীর রাতে,
এই আমাদের কুঠির ঘরে।
ব’লো তখন খুঁজতে তারে,
হারিয়ে গেছি অন্ধকারে।
©somewhere in net ltd.