নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই নেই।

হেমন্ত দা

আমি হেমন্ত.।

হেমন্ত দা › বিস্তারিত পোস্টঃ

আবেগ

২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪৩

আশাঢ়ের প্রথম প্রহর ,

আমি দাড়িয়ে আছি তাহার অপেক্ষায়।

ঝির ঝিরে শিতল হওয়া থাকলেও,

রদ্রের খরো উত্তাপ নেই।

কৃষ্ণ চূড়ার সুন্দর্য্য আকাশ ছুয়ে গেলেও,

নেই নেশা্য় কাতর করা সিগারেটের কালো ধোয়া।

বৃষ্টির বিরক্তকর মায়াবী ফোটা গুলু না পরলেও,

মেঘের কোন্দলে আকাশটা ছেয়ে গেছে।



চোখ পড়েছে আমার,

মেন রোড থেকে ছুটে আসা রাস্তার দিকে।

হেলে ধূলে আসছে সে তরুনী,

কপালে লাল টিপ পরা।

নূপুরের শব্দ নেই। নাকে নথ নেই। চখেতে কাজল নেই।

হাতে কয়েক গুচ্ছ সাদা-কালো চুড়ি থাকলেও,

চুলে বেনি করা নেই।



হালকা খয়েরী জামার সাথে, গাঢ় লাল পাজামা।

বুকের বাম পাশটা লাল ওড়নায় ঢাকা।

মায়াকাড়া মায়াবী আখি জোড়া,

আমার দৃষ্টি তার নজরকাড়া মুখে।

কি মায়া! কি নিখুত সুন্দর।

মনেহয় জয়নল আবদিনের তুলির জিবন্ত ছবি।



পড়ন্ত বিকেলে পদ্ধার পাড় ধরে হাটছি দু'জনে,

বাম হাতে ছেড়া পান্জাবির পকেটটা চেপে রেখেছি তার নজরের আড়ালে।

ছেড়া জুতুর কাটা তার ক্ষানিকটা সরে গেছে,

আমি তাকিয়ে আছি মায়া ভরা পদ্ধার জলে।



দুজনে বসে আছি পাথর মোড়ানো চে্য়ার গুলুতে,

তার স্বপ্ন সে পান্তরের নদীকেও ছেড়ে গেছে।

আর আমি তার অংশ মাত্র,

যা আবেগ ফুরালে হারিয়ে যাবে।

থেকে যাবে ছেড়া পান্জাবি , আর

কাটা তারে মোড়ানো সস্তা জুতো জোড়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.