নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই নেই।

হেমন্ত দা

আমি হেমন্ত.।

হেমন্ত দা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫

আমি কাদঁতে ভুলে গেছি,

ভুলে গেছি কান্নার অনুভূতি।

আমার চোখ যুগলে ভাটা পড়তে পড়তে , বালি জমে গেছে।

পানি গুলু হারিয়ে গেছে অথৈ পাতালে।

সেখান থেকে এখন আর জল বের হয় না , বের হয় শুধু বালির চাকা।



আমি হাঁসতে ভুলে গেছি,

হাঁসি এখন আর আমায় ধরা দেয় না।

দুঃখ এসে আকড়ে ধরেছে আমার হাঁসিকে,

যেমনটানা আকড়ে ধরে, ক্ষুদার্থ সিংহ হরিন সাবককে।



আমি কষ্ট পেতে ভুলে গেছি,

আমার কষ্ট গুলু হিমালয়ে চড়ে বসেছে।

অনুভূতি হীন কঠীন হৃদয় আজ আর কাউকে কাছে চাইছেনা, যেমনটানা চাইত,

বর্ষার রাত্রিতে হিরার স্পর্ষ।



আমি অভিমান করতে ভুলে গেছি,

যেমনটানা ভুলে গেছি প্রিয়ার আকুতি ,শেষ রাতের আবদার,

পেচন থেকে গলা জড়িয়ে, বাচ্ছা মেয়ের মত করে বলা,,,,আর একটু থাকোনা,,,,

অভিমানে গাল ভার করে সে এখন আর আমার দিকে তাকায়না।

তার চাওনিতে ক্লান্তি এসে জমেছে,

চোখের পাপড়ি গুলু মিশে যাচ্ছে,

ঘুম তার দেহে ভর করছে।



আমি ভালোবাসতে ভুলে গেছি।

ভুলে গেছি, কোন এক জোৎস্নায় তাকে বুকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে বলা কথাটা,""""" আমি তোমাকে ছাড়া আর কাউকে আপন করে নেব না।"""""

ভালোবাসা আজ দায়িত্বে রুপ নিয়েছে,

চন্দনের গন্ধটাও বিষাক্ত লাগছে।

কাল-ভাদ্রের মেঘ গুলুও বিরক্ত হয়ে উঠছে।

অপূর্ব জোৎস্নার আলোও মায়াহীন লাগছে।

তোমার শরিরের গন্ধটাও বিকট বিশ্রি মনে হচ্ছে ।

ভালোবাসা, সে আজ কান্নার সাজে সেজেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.