![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো নয়নের হাত ধরে হাটছে। তার হাত ধরার ধরনটাও অনেকটা আপন আপন । মনেহয় কত শতাব্দী জুূুড়ে তারা এভাবে একসাথে হাটছে।
ওনাকে আজ খুব মনে পড়ছে। যিনি ঐ প্রান্তের এক যুবকের সাথে এই প্রান্তের এক যুবতীকে এক করে দিয়েছেন। তাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন নতুন কোন সর্ম্পক। মুহূর্তের মধ্যে আপন করে দিয়েছেন দুটি অপরিচিত আত্মাকে।
তিনি কি না পারেন? তার ইচ্ছার বাহিরে বুঝি আর কারো হাত নেই? যদি তাই হয়, তাহলে কেন প্রতি রাতে খোলা আকাশের নিচে শত শত নারী নিরব কন্ঠে তাকে গালি দেয়। ............. হেমন্ত ইকবাল ধ্রুব.... (দিনান্তে দিপীকা )...
©somewhere in net ltd.