![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“বিকেলের রোদ কেটে পৃথিবীতে আবার সন্ধ্যা নেমে আসছে। চারপাশ থেকে সন্ধ্যার আযান পড়ছে। ঝাঁক বেঁধে বকগুলো নীড়ে ফিরছ্।ে হাঁসের একটা বৃহৎ পাল শব্দ করতে করতে গৃহের দিকে যাচ্ছে। উত্তরের কাঁশফুল বনে শিয়াল ডাকছে। আকাশের সব রং তার নীলাম্বরের মাঝে হারিয়ে গেছে। পাড়ার ছোট ছোট বাচ্চারা খেলার শেষে দল বেঁধে ঘরে ফিরছে। আলো খুব কৌতুহল নিয়ে এসব দেখছে।
সন্ধ্যা নামলে গ্রামের সৌন্দর্য যে এতখানি বৃদ্ধি পায় তা আমার জানা ছিলনা। অনেক বাঙালি লেখকের বই পড়েছি। তাঁদের মধ্যে রবীন্দ্রনাথ ও হুমায়ুন আহমেদ অনেক সুন্দর করে এই বাংলার মায়াকাড়া গ্রামের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। কিন্তু আজকের এই সন্ধ্যার কাছে তাদের মুক্তাঝরা লেখাগুলো শুধুই লেখা মনে হয়। বাকি সবটুকু সৌন্দর্য্য এই অপূর্ব গ্রামের সাঁঝের সাথে মিলে মিশে একাকার হয়ে আছে। সত্যিই তা স্বচক্ষে না দেখলে আামি ঈশ^রের আরেকটি সৌন্দর্য্য দেখা থেকে বঞ্চিত হতাম।”
©somewhere in net ltd.