![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#২০১৫ সালের নোবেল পুরস্কার
প্রাপ্তদের নাম ও দেশঃ
-
১/ অর্থনীতিঃ আঙ্গাস ডেটন
(ব্রিটিশ.আমেরিকান)।
২/ শান্তিঃ তিউনিশিয়ার
গনতন্ত্রপন্থী সংগঠন "ন্যাশনাল ডায়ালগ
কোয়ার্টেট"
৩/ সাহিত্যঃ সভেতলানা
আলেক্সিভিচ (বেলারুশ)।
৪/ পদার্থঃ তাকাকি কাজিতা
(জাপান), ও আর্থার বি. ম্যাকডোনাল্ড
(কানাডা)।
৫/ রসায়নঃ আজিজ সানজার (তুরস্ক),
থমাস
লিন্ডাল (সুইডেন), ও পল মড্রিচ
(আমেরিকা)।
৬/ চিকিৎসাঃ উইলিয়াম ক্যাম্পবেল
(আয়ারল্যান্ড) সাতাশি উমুরো
(জাপান), ও ইউ ইউ তু (চীন)।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ভালো, নামগুলো জানলাম; চীনও নোবেল পাচ্ছে?