নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এগিয়ে যাও সামনে

হানিফ শেখ

নাম: হানিফ শেখ

হানিফ শেখ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা

১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮


ভালোবাসা মানেই শুধু কাছে
আসার গ্বল্প নয়।
ভালোবাসা মানে হলো
হাজারটা ব্যাকস্পেসের
গ্বল্প। ভালোবাসা মানে Seen
ম্যাসেজ দেখার
পরেও ঘন্টার পর ঘন্টা
অনেকখানি অপেক্ষার
গ্বল্প। মনিটরে Typing... চিহ্নটা
দেখার পর কাঁপুনি
দেওয়া একটা হৃদপিন্ডের
গ্বল্প।.ভালোবাসা মানেই
শুধু তুমি আর আমি না।
ভালোবাসা মানে "
আপনিথেকে তুমি " তে আসার
মাঝের সময়টা।
ভালোবাসা মানে বড় সড় একটা
টাইম ক্লাউড। কিছু
অভিমান, খানেক ঝগড়া এবং
ব্রেকাপ। অতঃপর
মিনিটখানেক পর কানের
সামনে Sorry Sorry
প্যানপ্যানানি।." ব্রেকাপ...
কতো শখ তাই না? আমি
চলে গেলে তো আর দশটা ঘাড়ে
ঝুলাইতে
পারো... বুঝি আমি সব বুঝি...
এতো সহজে তোর
ঘাড় থেকে নামতেছি না রে
ইবলিশ... ".ভালোবাসা
মানে শুধু আশা দেখানো
কিংবা সান্তনা দেওয়া না।
ভালোবাসা মানে একটা
Impossible tense কে
possible করার যুদ্ধ। ভালোবাসা
মানে "
কোনভাবেই সম্ভব না " অবিশ্বাস
করেশুধু "
তোমাকে " বিশ্বাস করা।
ভালোবাসা মানে " সারা
পৃথিবী অসম্ভব, শুধু তুমি আর আমি
সম্ভব "।
ভালোবাসা মানে শুধু Supper man
না। ভালোবাসা
মানে শতোশতোBadman এর হাত
থেকে "
তাকে " রক্ষা করা।
ভালোবাসা মানে অনেকটা
ভরসা
নিয়ে তোমার কাঁধে মাথা
রেখে ঘুমিয়ে পড়া।
ভালোবাসা মানে স্বপ্ন দেখে
চেঁচিয়ে ওঠা
মানুষটার চুলে বিলি কেটে
বলা... " আমি আছি না?
".ভালোবাসা মানে ঝগড়ার পর
হনহন করে হাটা দিয়ে
আবার ঝগড়া স্থলে ফিরে আসা।
অভিমানে অভিমানে
বলে ফেলা....ইসসস ভাবছো কি
চলে যাবো?
চলেই যেতাম। ফিরে আসছি শুধু
চা মামার বিলটা দিতে।
আমি কিন্তু তোমার জন্য ফিরে
আসি নাই হু... খবরদার
একদম ফ্লার্ট করার ট্রাই করবা না
কিন্তু... !!.--
সংগৃহীত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৮

সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: ভাল লাগল,,,,,যদিও ভালবাসার গল্পগুলা এখন একঘেয়ে লাগে,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.