![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা আসলেই একটা সাপ লুডুর
খেলা, যেখানে দানের মারে
৬ হলো সর্বোচ্চ আর ১ সর্বনিম্ন।
কিন্তু লুডুর ঘরে এই সর্বোচ্চ
কিংবা সর্বনিম্ন দান কখনই
সবকিছু ঠিক করে দেয়না।
কে জানে, হয়তো ছয়ের এই দান
সাপের মুখেও নিয়ে যেতে
পারে যা হয়তো পিছিয়ে
নিয়ে যাবে আট ধাপ। আর
সর্বনিম্ন একের দানে মই ধরে
নিমিষেই এগিয়ে নিয়ে যাবে
আরো দশধাপ।
দানের চালে পিছিয়ে
থাকলেও কে জানে সামনে
কোন মই অপেক্ষা করছে কিনা!
সেজন্যেই মাঝে মাঝে চোখ
বুজে মেনে নিতে হয়, ধৈর্য্য
ধরতে হয়, কারণ আল্লাহর কাজ সবই
ভাল।
After all, Good things come to those who
wait..............
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৫৯
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ।