![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
আমার আঙুল পুড়েছে কয়েলের আগুনে।
নেবানল আনতে দোকানে পাঠালাম তাকে।
আমি তাই অপেক্ষায় আছি।
কার?
নেবানলের না মানুষটার?
জানি না বা বুঝতে পারছি না।
কী এমন দরকার তা জানাবোঝার!
২
সে এলেই শুরু হবে সংগীত।
তার জন্যই আজ আমার গান গাওয়া।
আমি প্রতীক্ষা করছি।
অপেক্ষা করছি না।
আচ্ছা, কোনটা আমার কাছে অধিক মূল্যবান?
কী মুশকিল, গান এবং আগমনের তো মূল্যমানই নেই।
৩
বুকেপিঠে ব্যথা।
সে আছে দূরত্বের কাছে।
তার স্পর্শ না পেলে যে এ্যাম্বুলেন্স ডাকতে হবে আমাকে।
আরো কিছুটা সময় সহ্য করেই ফেলি।
যাই, জানলার গ্রিল ধরে পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকি।
না, গ্রিল ধরে দাঁড়িয়ে তাকিয়ে থাকি পথের দিকে।
দেখি, তার দেখা মিলে কিনা।
এটা না অপেক্ষা না প্রতীক্ষা।
কী নাম দেবো এই কাজের?
কারো জন্য উদগ্রীব হয়ে থাকাকে আমি যদি রিলংসা বলেই ফেলি
মেনে না হে বুর্জোয়া বাংলা একাডেমি।
নইলে এই মুহূর্তে উপযুক্ত একটা শব্দ পাঠাও।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ ভোর ৫:১৮
হান্নান বলেছেন: ..