![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1. গল্পের চরিত্রগুলো কেমন হবে, তারা কী কী বলবে- সবকিছু ভেবে নিয়েই লেখা শুরু করতেন এগডার অ্যালেন পো।
2. আলেকজান্দ্রে দুমা তখনই লেখা শুরু করতেন যখন অনুভব করতেন বইটাই তার মাথার মধ্যে চলে এসেছে।
3. চরম মানসিক অস্থিরাবস্থায় যাবতীয় গল্প উপন্যাস লিখেছিলেন আর্নেস্ট হোমিংওয়ে।
4. জেন অস্টেন টুকরো কাগজে ছোট করে লিখতেন এবং ছাপা না হওয়া পর্যন্ত গোপনীয়তা বজায় রাখতেন।
5. আচমকা কোনো কবিতার পঙ্তি মাথায় এলে সঙ্গে কাগজ না থাকলে জুতোর সোলে লিখে রাখতেন রবার্ট ফ্রস্ট।
6. আগাথা ক্রিস্টি তাঁর আটটি বাড়ি সাজিয়ে রাখতেন যাতে রহস্য উপন্যাসে সেগুলোর বর্ণনা দিতে পারেন।
7. নাট্যকার হেনরিক ইবসেন সারা রাত জেগে থেকে লেখা শুরু করতেন ভোর চারটার দিকে।
8. উপমা প্রতীক চিত্রকল্প নির্মাণের প্রয়াসে 'ড্রিম ডায়েরি'-তে স্বপ্ন লিপিবদ্ধ করে রাখতেন গ্রাহাম গ্রিন।
9. তারাশঙ্কর বন্দোপাধ্যায় উপযুক্ত একটি শব্দের জন্য প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন।
10. লেখার উপকরণ আহরণের জন্য ঘন্টার পর ঘন্টা জঙ্গলে বসে থাকতেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
২| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:০৪
লেখোয়াড় বলেছেন:
সুন্দর তথ্য দিয়েছেন। আমি অবশ্য এগুলো কমবেশি জানি।
তবে অনেকের কাছে নতুন এবং তারা উপকৃত হবেন।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: চমকপদ সংযোজন ।
৪| ০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৬
আলম দীপ্র বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:২৪
নিঃশব্দ শিশির! বলেছেন: আর আপনি এসই সব ব্লগে দিয়ে বসে আছেন, যদি মাথায় কিছু আসে। তবে আপনার মাথায় কিছুই আসবে না। খাকলে তো আসবে...!!!