![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
শব্দের মিসাইল চারিপাশে, অশব্দ,
কুশব্দ, বাজে শব্দের ধ্বনি,
বাজে কানে নিত্যদিন।
অর্থহীন শব্দ, মঞ্চকাঁপানো শব্দ,
গলাফাটানো শব্দ, অযথা কথার ফুলঝুরি,
ভরপুর প্রতিশ্রুতির শব্দ,
মগজে, মননে, বলনে, কথনে, প্রচারে, প্রসারে
চালায় ছুরি।
উপস্হিত জনতার সম্মুখে,
নিখাদ শব্দ বিন্যাসের ধ্বনি,
চারিপাশে প্রতিধ্বনি
যেন ছোটে মিসাইল গতিতে।
অহংকারের তেজ বাচন ভঙ্গিতে নেতার,
ইশারায় বুঝাতে চায়,
সব সৃষ্টিশীল কর্ম তার, ন্যায়ের কণ্ঠ ।
ঢেঁকির শব্দ, ঢাকের শব্দ,
ঢোলের শব্দ, ঢিলের শব্দ
প্রতিটি শব্দই আলাদা ব্যঞ্জনা ছড়ায় কানে
কেননা প্রতিটি শব্দের ধ্বনি সবার চেনা।
যেন কথামালার শব্দ
বাস, ট্রাক আর স্কুটারের শব্দের চেয়ে বেসামাল।
ইদানিং অশ্রুত শব্দের ধ্বনি
ভেসে আসে বাতাসে
কি জানি ভেঙ্গে চুরমার?
চারিপাশে বেজায় ধর পাকড়,
রাখালের হাতে বাজে বাঁশি,
বংশি বাদক পরবাসি।
শব্দের চেয়ে বড় মিসাইল আর নাই,
শব্দের মিছিল চলে চারিপাশে
পৃথিবীর প্রয়াণ হবে শব্দের আঘাতে।
©somewhere in net ltd.