![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষাজীবন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সমাজতত্ত্ব বিভাগে। অনেকপরে আবার একই বিশ্ববিদ্যালয় হতে এম,বি,এ,করি। ১৯৯৬ সালের শেষের দিকে কর্মজীবনের শুরু। উন্নয়ন সংস্হায় প্রথম কাজ করি। এই সময় দেশের বিভিন্ন স্হানে ঘুরাঘুরির সুযোগ হয়। দেশের মানুষ ও প্রকৃতির রঙ, আর বিচিত্র পেশার মানুষে সাথে দেখা হয়। অতঃপর পোশাক শিল্পে কাজ করি। ২০০০-২০০৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলাম। ২০০৪ সালে আবার ফেরৎ আসি আমার প্রাণের কর্মক্ষেত্র পোশাক শিল্পে। সেই থেকে আজ অবদি কাজ করছি এখানে। বিচিত্র অভিজ্ঞতা, নানান দেশে ভ্রমণ করি। কাজের ফাঁকে পড়ি। মন চাইলে লিখি। ভাষার দক্ষতা তেমন নেই। চেষ্টা করছি ভাষা আয়ত্ত্ব করতে। কিছু বিচিত্র বিষয়ে লেখার ইচ্ছে আছে। লেখার কাজে হাত দিয়েছি। দেশে দেশে পোশাকের বিবর্তন নিয়ে লিখছি। এই নিয়ে পড়াশোনা করতে ভালই লাগে। যাপিত জীবনের কথা, ক্লেদ, প্রেম অভিজ্ঞতা লেখব ভাবছি।
বাংলা ভাষার শব্দাবলি
বিশুদ্ধতায়, পূর্ণতায়, মিষ্টি সুরের নাম।
মায়ের ভাষা,দেশের ভাষা,
এই ভাষাতেই বলি কথা, গাহি গান
এই ভাষাতেই লিখে যাই গল্প, কবিতা
এই ভাষাতেই পত্র লিখি, রচি উপাখ্যান।
মননে, মগজে, চেতনে, অবচেতনে,
প্রতিজ্ঞা করি রাখিব ধরে এই ভাষার মান।
আদরের শিশু, দোলায় দুলে, শিখে মায়ের ভাষা।
সে যেন বুঝে, ভাষার মান, ভাষার শান,
যেন জানে,তব অন্তর ধ্বনি, এই ভাষারই প্রতিধ্বনি।
শানিত,ধ্বনিত,উচ্চারিত,
বিশুদ্ধ বাংলা বর্ণমালার গাঁথুনি
আগামী প্রজন্মের হাতুরি।
হৃদয়ে মম বাংলা ভাষা।
ভাষার মাসে,
ফাগুন আসে শিমুলের রঙে
পলাশের আবেশে বর্ণমালার ছন্দে
বাতাসে বাজে ধ্বনি, মম সুর তোপধ্বনি, জপমালা,
সাবাস বাংলাদেশ।
৫২’ তে বাংলা ৭১’ দেশ -বাংলাদেশ।
রক্তের লাল বিন্দু সবুজ ভূমিতে দিল ঠাঁই
শাড়ীর আঁচলে বর্ণমালা সাজে, আজ অহংকারে।
বাংলার সাথে বাংলাদেশ স্পন্দিত, গর্বিত।
বিশ্ব দরবারে শির রাখিবে উঁচু,
ভাষার অহংকার এই বাংলাদেশ।
২১/০২/২০১৭
©somewhere in net ltd.