| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবদুল হক
https://www.facebook.com/HaqueIsOne
আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি বিভ্রান্ত বোধ করছি!
না না না, এত প্রাণহানি সহ্য করা যায় না; এত বড় নিষ্ঠুর গণহত্যা চিন্তায় ধারণ করা যায় না!
আমি ঠিক করে কিছুই ভাবতে পারছি না, কিচ্ছু লিখতে পারছি না, কথা বলতে পারছি না। স্থির হয়ে আছি, জড় হয়ে আছি, মূঢ় হয়ে বসে আছি! বুক ভেঙে আসছে, তবু কাঁদতে পারছি না।
আমি খুনী নই, মযলুম নই, রাজাকার নই, নাস্তিক নই, লীগ নই, শিবির নই, রাজনীতিক নই, দলবাজ নই – আমি মানুষ। আমি যেখানে বাঙালি, যেখানে বাঙলাদেশি, যেখানে মুসলিম, তার ওপরে মানুষ। আমার সাধ্য কী, কৃত্য কী? আমার চারদিকে হত্যাযজ্ঞ চলছে, আগুন-রক্ত-লাশ, মানুষ মানুষকে পশুর মতো গুলি করে মারছে! মানুষ মরছে, লাশ পড়ছে – লাশের পর লাশ, লাশ ঘিরে উল্লাস! লাশ মানবীয়, উল্লাস দানবীয়। মানুষ মানুষকে কীভাবে হত্যা করতে পারে, মানুষহত্যায় যারা উল্লাস করে তারা কীভাবে মানুষ? আমি কিছুই বুঝতে পারছি না। আমি অশক্ত, অসহায়, বিভ্রান্ত বোধ করছি!
চিরায়ত মনুষ্যত্বের কাছে দুর্বল আমি বিনীত, করজোড়ে ক্ষমাপ্রার্থী। আমি অক্ষম, আমি লজ্জিত, আমি বাকরুদ্ধ, আমি নিশ্চেতন!
২|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
সামি আদনান বলেছেন: ভাই অসাম লিখছেন। ধন্যবাদ
৩|
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
রঁমাকান্তকামারঁ বলেছেন: আমি মানুষ, আমি দুঃখিত!
৪|
০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
সাগর হাসি বলেছেন: আমি মানুষ, আমি দুঃখিত!
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
ইলুসন বলেছেন: এবার বুঝ ১৯৭১ এ তোদের বাপেদের গণহত্যা কেমন ছিল, আর কেন মানুষ রাজাকারদের বিচার চায়। আইসা ভাংচুর করে, কক্টেল ফুটায়, আগুন দেয়, হিন্দুদের মন্দির ভাঙ্গে, রেললাইন উপড়ায়- এগুলা চোখে দেখে না আইছে গণহত্যা চু*ইতে!