নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am a former teacher, writer of poems and essays, idol talker on facebook and blogs. Sometimes I make websites and always listen to songs, songs mean only Rabindra Sangeet. My idea is that there is no need for sports in human life, because life itself is

আবদুল হক

https://www.facebook.com/HaqueIsOne

আবদুল হক › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি : বিবিধ যন্ত্রণা!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ২:১০

অনেক রাত। কী লিখব এত রাতে? আমি কেমন আছি, তা? মন্দ আছি। খুব ত্যক্ত আছি। মূল কারণ, লিখি না। প্রবন্ধ-কাব্য তো দূরে, দিনলিপিটাই লেখার সময় পাই না। সময় যে কীভাবে যায়, কোথায় যায় — সেই হিসেবেরও সময় পাই না। দেশে কত কী ঘটছে। আভাসে টের পাই, কিন্তু কিছুই ঠিক জানি না। পত্রিকা না পড়লে জানব কী করে!



কাজেই দেশের কথা বাদ। নিজের কথা বলি। বর্তমানে আমি বাস করছি বিবিধ যন্ত্রণার মধ্যে। বিকল যন্ত্রের যন্ত্রণা, নকল মানুষের যন্ত্রণা, সকল ঝামেলার যন্ত্রণা!



একটা প্রাগৈতিহাসিক ল্যাপটপ ব্যবহার করি। তার জন্যে মাসে মাসে অ্যাডাপ্টর কিনতে হয়। শেষটা পুড়ল পরশু। বুদ্ধি বের করলাম, এবার আর কিনব না। পোড়াটা সারাব। গেলাম সারাইখানায়। জিন্দাবাজারের সমবায় ভবনে। ঢুকে দেখি এলাহি কারবার! হেন যন্ত্র নেই যা এরা ঠিক করতে পারে না। এটা তো নস্যি! ঠিকই ঠিক হলো। চারশো সত্তুর টাকা দিলাম। রাতটা ভালোই চলল। কিন্তু সকালে পটাশ্! শুধু যে অ্যাডাপ্টর গেল তা নয়, সঙ্গে গেল ল্যাপটপের ব্যাটারিও। আগে ব্যাকআপ দিত এক ঘণ্টা, এখন দেয় আধা সেকেন্ড। অবশেষে নতুন আরেকটা কিনলাম। টাকা বাঁচাতে চেয়েছিলাম। বাঁচানো গেল না। উল্টো গচ্চা গেল!



আজ দুপুরে জুমা পড়ে বেরুচ্ছি। দেখি এক ডিমঅলা। ঝুড়িভর্তি ইয়া বড় বড় হংসডিম্ব। এক কুড়ি মোতাবেক পাঁচ হালি কিনলাম। ও বলছিল এগুলি বাড়ির ডিম, খামারের নয়। তাই ভেবেছিলাম নকল হবে না। ঘরে এনে দেখি সব নকল। হংসের ঔরসজাত নয়, কারখানার রাসায়নিক যন্ত্রে উৎপাদিত!



মাছে-মাংসে-ফলে-দুধে-শবজিতে ফরমালিন। কীসে ফরমালিন নেই, তা বুঝব কীভাবে? না, আমাকে শিগগির শহর ছাড়তে হবে। নকল মানুষ নকল জিনিসের শহরে আর নয়। খুব দূরের কোনো অজপাড়াগাঁয়ে চলে যাব, যেখানে ধ্বংস-সভ্যতার ধোঁয়া পৌঁছুয় নি। সবচেয়ে ভালো হয় বেহেশতে যেতে পারলে। সেখানে রসায়নের দূষণ নেই। দুধের নদী, মধুর নদী আছে। ঝাঁকে ঝাঁকে হুর আছে। কিন্তু মুশকিল হলো বেহেশত আমার পছন্দ নয়। দুধ জীবের ওলানেই মানায়, ভূমিখাদে নয়। মধু মানায় মৌচাকে। বেহেশতে আমাকে অভ্যস্ত হতে হবে অদ্ভুত শৃঙ্খলায়, যেখানে সবকিছুই মূল্যহীন। আর হুরেরা তো মানুষ নয়, অমানুষ। অমানুষের সঙ্গে ভালোবাসাবাসির প্রশ্নই ওঠে না! সোজা 'গেট লস্ট' বলে বের করে দেব। না, হয় নি। 'গেট লস্ট' নয়, 'সুহকান সুহকান'!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৫

শাফ্‌ক্বাত বলেছেন: আপনার ল্যাপ্টপের অভিজ্ঞতা মিলে গেলো /:)

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

আবদুল হক বলেছেন: কার সঙ্গে মিলে গেল, আপনার?

২| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৮

শায়মা বলেছেন: ফরমালিন ডিটেক্টর বেরিয়েছে ভাইয়া।


চাইলে আমি তার হদিস দিতে পারি।

০৩ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

আবদুল হক বলেছেন: তাই নাকি, আপা? কী রকম জিনিস? দাম কত? এই তথ্যটা তো সমগ্র জাতিকে ঘটা করে জানানো উচিত, অন্তত শরীরের সকল যন্ত্রপাতি বিকল হবার আগেই। অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৫

মামুন রশিদ বলেছেন: সুহকান সুহকান'


হাহাহা, এত যন্ত্রনার মাঝে বেঁচে থেকেও আমরা হাসতে পারি ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩২

সুপান্থ সুরাহী বলেছেন:
এতসব বারম্বনার পরও তো আপনি লিখছেন...

স্যালুট টু ইউ.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.