নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক স্বপ্নদেখা ছবিভাল লাগে আকাশ বাতাসভাল লাগে সবি।

আব্দুল্লাহ আল তানিম

আমি এক স্বপ্নদেখা ছবি ভাল লাগে আকাশ বাতাস ভাল লাগে সবি।

আব্দুল্লাহ আল তানিম › বিস্তারিত পোস্টঃ

বদলে যাওয়া চুড়ি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

ছেলেটার অব্যবহৃত চিরুনিটার গল্প মেয়েটার কোমল হাতটাই ভালো জানে … ঐ হাতটাই চুলগুলো এলোমেলো করে দিয়েছিলো কোন এক পড়ন্ত বিকেলে !!

মেয়েটার নীল চুড়ির গল্প ছেলেটার হাতই ভালো জানে … সে-ই পহেলা বৈশাখের চমৎকার সকালে নিজ হাতে পরিয়ে দিয়েছিলো ওগুলো !!

গোলাপের পাপড়িগুলো গল্পের বইয়ের ফাঁকে রাখা ছিলো … শুকিয়ে গেছে বহু আগেই … শুকিয়ে গেছে চোখের কোণে জমে থাকা দু ফোঁটা অশ্রু … শুকিয়ে গেছে ক্ষতটাও !!

বাদামের খোসাগুলো উড়ে চলে গেছে অনেকগুলো বিকেল সঙ্গে নিয়ে … হুড তোলা রিকশাতে যাত্রী বদল হয়েছে !!

আর ??

হাতের নীল চুড়ির রং বদলে লাল চুড়ি হয়ে গেছে শুধু … সেই হাতের মুঠোয় আগের হাতটা নেই !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.