![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কচ্ছপের দিন শেষ কচ্ছপ গুলান ছাইড়া দিছি পুকুরে এখন হইল ফকলা দাতের কাহিনী, দেইখা আবার ভাইবেন্না যে আমার দাত নাই । এগুলান ভোগাস যাস্ট কাগজ মাইড়া কালা কইরা রাখছি ।
আজ ইফতারির পর আমরা কজন গেলাম ধানমন্ডি তে, খাওয়া দাওয়ার পর মেট্রো থেকে ডিভিডি কিনে রওনা হলাম যার যার বাসার উদ্দশ্যে ।
রাস্তায় নেমে যে আবস্থা দেখলাম তাতে বটে মন খরাপ লাগবার কথা, এত জ্যাম যে সারাদিন বসে থাকলেও জ্যাম মামার কোন খবার হবে না, যেন ঘন্ডার চামরা দিয়ে এই মামা কান ডেকে বসেছেন ।
ত যাই হক, এই আশাহীন মন নিয়ে একটা রিক্সা নিলাম, ধানমন্ডি থেকে আমার বাসার উদ্দেশ্যে (কবি জসিমউদ্দিন রোড, উত্তর কমলাপুর) ।
আমি বটে রিক্সায় চরা কে সব কিছুর চাইতে সবচেয়ে বেশী ভালবাসী, যদিও অনেকবার রিক্সায় লেগে আমার ঘাড়ীর খতি হয়েছে তবুও, আমি চাই তারা রাস্তায় থাকুক, তবে আশা করী সরাকার তাদেরকে না তারিয়ে একটা স্থায়ী রাস্তার ব্যবস্থা করবেন ।
ত যাই হক, যেখানে ভাবলাম, ২ ঘন্ঠা লাগবে, সেখানে আমি বাড়ী এসে পোছালাম ৪০/৫০ মিনিটের মধ্যে । ওয়াও !!!
এই অবিশ্বাস্য জিনিসটা করেছেন "হানিফ ভাই" নোয়াখালি বাড়ি, ২৪/২৫ বছর বয়সী রিক্সাচালক, আমার মনে হচ্ছিল F1 রিক্সায় করে আসছিলাম ।
ওনার হাত এত ভাল যে, এক ঘুচ্ছ রিক্সার মধ্যেও সে কোন ধাক্কা না লাগিয়ে রিক্সা ইংরেজি S এর মত টার্ন নিয়ে বেরিয়ে এল ।
আমারদের কথার এক পর্যায় বেরিয়ে এল ওনি ১২ বছর ধরে রিক্সা চালান ।
তার বাবা নেই, ওনার রিক্সার গ্যরেজছিল ...
তবে একটা জিনিস শিখলাম যার জন্য আমি আমার ঘাড়িকে মাজে মধ্যে কষ্ট দিতাম
"আমি যে কোন জায়গা দিয়ে রিক্সা চালাতে পারি, যদি আমার মনও ত বিশ্বাষ করে" - বলেছেন "হানিফ ভাই"
আমার স্বল্প অভিগ্তা বলে, গাড়ীর সাথে রিক্সার সংগর্শ হয় তখনই যখন আপনার বিশ্বাষ নেই যে আপনি এই চিপা দিয়ে যেতে পারবেন কিনা, কিন্তু তবুও আপনি চষ্টা করেছেন ।
আমি সত্যি খুবই খুশী, কত চ্যলেন্জ আছে আমাদের চারি পাশে কিন্তু আমরা উপভোগ করতে পারিনা ।
আপনার যদি হারুন আই হাসপাতালের কাছ যান তবে যেন হানিফ ভাইয়ের খোজ নিতে ভুলে না জান
আমার শ্রদ্ধা টা পোছিয়ে দিবেন ।
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪০
আছহাবুল ইয়ামিন বলেছেন: Click This Link
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৭
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: ধন্যবাদ ইয়ামিন দা, জসস হইছে
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
ত্রিভুজ বলেছেন: হুমমমম
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬
আরাফাত রহমান বলেছেন: জটিলসসসসস
কিন্তু গ, ঘ, ইত্যাদি একটু উল্টাপাল্টা লাগছে কেন ?
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:০৪
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: কানে মনে হয় একরকম লাগে
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০১
তান বলেছেন: শিখার কোন শেষ নাই। যেমন আমাদের "হানিফ ভাই"
জোসস "experience"
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:১৭
আসিফ বলেছেন: হানিফ ভাইয়ের কন একখান ডেরাইভিং ইসকুল খুলতে। আপনেতো আচেনই, তাই পরথম ইস্টুডেন্ট করফার্ম।
বাই দ্যা ওয়ে, রিশকা আমারো পচন্দনীয় যানবাহন। তাই পেলাচ
৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
নুর হাসান মুহাম্মদ তানভীর বলেছেন: হানিফ ভাই এর ফোন নাম্বর টা থাকলে ভালা হত, তাই লে আপনার সাথে ওনাকে পরিচয় করিয়ে দেওয়া যেত ।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:২২
ওমর হাসান আল জাহিদ বলেছেন: হুমম। খারাপ বলেননি........