![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি সাধারণ একজন মানুষ। সব সময় জানতে চাই এবং জানাতে চাই,আমি ছোট এবং ক্ষুদ্র। পছন্দের মানুষ দের কখনো কষ্ট দিতে চাইনা। স্বপ্ন দেখি জীবনে বড় কিছু হতে, স্বপ্ন দেখতে মানা আছে কোথায়??
"শিয়ালের খুব পছন্দ মুরগী খাওয়া। "
==============================
একদিন শিয়াল এক মুরগীকে বলল, হে মুরগী
তোরে যে কত সুন্দর দেখায় অথচ তুই কেন এই সামান্য সংকীর্ণ খুপরির মধ্যে ঘুমাস। চারদিকে দেয়ালে ঘেরা।
এর ভিতর কতো গরম আর কষ্ট। এই শস্য শ্যামল, সুজলা সুফলা বাংলাদেশটা একটু ফ্রিভাবে ঘুরে ফিরে দেখবি, মুক্ত বাতাসে ঘুরবি, বার ঘাটের সুমিষ্ট পানি পান করবি এই বুদ্বিটাও তোর নেই। হায় আফসোস।
শিয়ালের কুপরামর্শে মুরগীটি চিন্তা করে নিজের পকপকা শরীর দেখে বল্ল,
হায়, ঠিকই তো আমাকে অনেক রুপালি ও সুন্দরী দেখায় আর আমি কত কষ্ট করে খুপড়ির মধ্যে থাকছি। মনে মনে স্থির করলো, শুনবো না আজ থেকে মালিকের কথা, পালিয়ে যাবো মুক্ত পৃথিবীতে।
তারপরের দিন মুরগীটা আর মালিকের খুপরির ভিতর ঢুকলোনা বরং বাহিরেই রয়ে গেলো।
আর রাতে শিয়াল এসে ঘাড়ে কামর দিয়ে গর্তের ভিতর নিয়ে গেল এবং বলল,
দেখ হে মুরগী,
তোর মালিক তোর জন্য ঘরের চারদিকে দেয়াল দিয়েছে এবং নিরাপত্তার জন্য প্রশিক্ষিত কুকুর ও রেখেছে। কিন্তু তুই আমার পরামর্শে পা দিয়ে মালিকের সব এহছান ভূলে গেলি এই বলে শিয়াল তার আশা পূরণ করল।
ঠিক তেমনি আমাদের দেশের কিছু মুরগীখোর ও মুরগী চোর সুন্দরী মেয়েদেরকে
আল্লাহর দেওয়া নিরাপত্তা বিধান অমান্য করার কুশলা দিচ্ছে।
সমান অধিকারের নামে ঘর থেকে বাহিরে যাওয়ার কুপরামর্শ দিচ্ছে যাতে সুযোগ বুঝে তাদেরকে ভোগ করতে পারে।
মা বোনেরা বুঝে নিন,
এসব মুরগী চোরেরা আপনাদেরকে ঘর থেকে বের করে অবৈধভাবে ভোগ করে জাহান্নামের গর্তে ঢুকাইতে চায় যেমন ঐনির্বোধ মুরগীটিকে শিয়াল নিজ গর্তে ঢুকিয়েছিল।
খুপরি থেকে শিয়ালের গর্ত যেমন মুরগীর জন্য কষ্টকর, ঘরের চার দেয়ালি থেকে দোজখের উত্তাপ আরো বেশী কষ্টকর বেপর্দা নারীদের জন্যে।
ভেবে দেখুন, ঘরের পরিবেশ ভাল নাকি দোজকের.. ???
২| ২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৪
হাসান৭৮৬ বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনাদের সু পরামর্শ আমার আগামী দিনের পাথেয়
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫১
বিলিয়ার রহমান বলেছেন: হাসান৭৮৬



আপনাকে ব্লগে স্বাগতম!
আপনার ব্লগ যাত্রা শুভ হোক!
হ্যাপি ব্লগিং!