নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের পুরষ্কৃত করতেন শেখ হাসিনা!

২৫ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৭

গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের পুরষ্কৃত করতেন শেখ হাসিনা!

ছবি এআই এর সহায়তায় তৈরি।

শেখ হাসিনা যে কি জিনিষ ছিল, এই দেশের মানুষ শেখ হাসিনাকে চিনলো না। দুঃখে কলিজাটা ফাইট্টা যায়! শেখ হাসিনার উদারতা আর মহানুভবতার উদাহরণ পৃথিবীতে বিরল! তিনি কি না করেছেন এই দেশের জন্য! তারপরও তার বদনাম করে মানুষ! মানুষ আসলেই বদ! গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের পুরষ্কার পর্যন্তু দিতে কার্পণ্য করতেন না তিনি। জ্বি, ঠিকই শুনেছেন। গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে যে, যারা বেআইনি হত্যাকাণ্ড বা গুমে অংশ নিতে অস্বীকৃতি জানাতেন, তাদের বিরুদ্ধেও নজরদারি করা হতো, তাদেরকে সন্দেহের চোখে দেখা হতো এবং তাদের লেখা চিঠি সরাসরি শেখ হাসিনার হাতে পৌঁছত। এমনকি, তাদের বিরুদ্ধে নেওয়া হতো প্রশাসনিক ব্যবস্থা। আর এসবই ছিল হাসিনার পক্ষ থেকে কর্মকর্তাদের জন্য বিশেষ পুরষ্কারের অংশ। মজার বিষয় হচ্ছে, এমন কিছু চিঠি শেখ হাসিনার ফাইল থেকে পাওয়া গেছে যা তিনি ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংরক্ষণ করেছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গুমের আদেশ সেনা ও বেসামরিক নেতৃত্বের সমন্বয়ে দেওয়া হতো এবং সিদ্ধান্ত গ্রহণে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিক সক্রিয় ভূমিকা পালন করেছেন। ডিজিএফআই ও র‍্যাবের মতো সংস্থাগুলোর মধ্যস্থতায় এই আদেশ কার্যকর হতো। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দীদের বিষয়ে মতামত দিতেন বলেও প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষ্য পাওয়া গেছে।

প্রতিবেদন বলছে, যারা গুমের আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, নজরদারি, বদনাম, এমনকি পারিবারিক পর্যবেক্ষণের মাধ্যমে পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত করা হতো। কোনো কোনো কর্মকর্তাকে বিচ্ছিন্ন করে রাখা হতো এবং সন্দেহের চোখে দেখা হতো। আওয়ামী লীগ বরাবর গুমের অভিযোগ অস্বীকার করলেও শেখ হাসিনার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ার পর তাদের অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন দলটি বলছে, এসব কাজ হয়তো সামরিক বাহিনীর নিজস্ব উদ্যোগে হয়েছে।

তবে তদন্ত কমিশনের প্রতিবেদন স্পষ্ট করে দিয়েছে যে, গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় শুধু নিরাপত্তা বাহিনী নয়, শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ রয়েছে, এবং এটি ছিল একটি রাজনৈতিকভাবে পরিচালিত দমনযন্ত্রের অংশ। শেখ হাসিনার তুলনা শেখ হাসিনাই। এইজাতীয় টেকনিক্যাল কূটবুদ্ধিতে হাসিনা নেতানিয়াহু কিংবা মোদীকেও সম্ভবতঃ ছাড়িয়ে গিয়েছিলেন। রক্তখেকো এমন দানবীয় নেতৃত্ব বাংলাদেশ ইতোপূর্বে দেখেনি ভবিষ্যতেও আর কখনও দেখবে না। তবে হাসিনার জন্যও এটা সৌভাগ্য যে, বাংলাদেশীরা হাসিনাকে তার শেষ পাওনাটা কড়ায় গন্ডায় আদায় করে দিতে মোটেই ভুল করেনি। তাকে তুলে দিয়েছে তার পেয়ারের মোদীর দেশ ভারত মাতার কোলে।

গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের তথ্যও যেত শেখ হাসিনার কাছে

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফাইলের ছবি যুক্ত করে দিতেন। বুঝতে সুবিধা হতো। এখন তো মিডিয়ার কল্যাণে জানা যাচ্ছে বিএনপি-জামায়াত কোনো অপরাধই করেনি, সব অপরাধ আওয়ামী লীগ করেছে। বাবর, মামুন, তারেকসহ বড় লোকদের কোনো অপরাধই ছিল না। যোদ্ধাপরাধীরাও নিরপরাধ হয়ে যাচ্ছে।

২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৪৭

নতুন নকিব বলেছেন:



অনর্থক কেন বাড়তি কথা যোগ করছেন? আমি কি বলেছি যে, জামায়াত বিএনপি অপরাধের উর্ধ্বে?

২| ২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:০২

অপলক বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে...

নকিব সাহেব্ আপনি এত ভাল কেন বলেন তো !!!

২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৫১

নতুন নকিব বলেছেন:



আপনার আনন্দ দীর্ঘায়িত হোক!

তবে আপনার আনন্দের মানেটা ঠিক বুঝে উঠতে পারলাম না। কারণটা কি দয়া করে খোলাসা করবেন?

৩| ২৫ শে জুন, ২০২৫ দুপুর ১২:৫৯

বিপুল শেখ বলেছেন: আমার নীরব থাকাটায় শ্রেয় মনে করছি। তবে দাদা, যাযা লিখেছেন একটু ফাইল ফুটেজ মুটেজ দিলে সুবিধা হত।

২৫ শে জুন, ২০২৫ দুপুর ১:৪৮

নতুন নকিব বলেছেন:



ফাইল ফুটেজ তো তদন্ত কমিটির কাছে আছে। পোস্টে প্রথম আলোর নিউজ লিঙ্ক যুক্ত করে দিয়েছি। দেখে নিতে পারেন।

৪| ২৫ শে জুন, ২০২৫ দুপুর ১:০৮

অপলক বলেছেন: আমি আমজনতা // ম্যাঙ্গো পিপল। অপরাধীর মুখোস খোলা চেহারা দেখতে ভাল লাগে, ভয়ও লাগে। তাই মাঝে মাঝে আনন্দে গান গাইতে মন চায়, কখনও আবার নিরবতা ভেঙ্গে ভোঁ দৌঁড় দিয়ে তেপান্তরে হারিয়ে যেতে মন চায়।


জ্বিহভা টা সংযত না রাখলে কখন না জানি ৩০হাজার পাউন্ডের বি২ বোমা আমার মাথার উপর পড়ে... এই সামুতেও কিছু ঠোল্লা আছে, বোল্লা আছে, ডাসা আছে। কখন হুল ফোটাবে বলা মুসকিল।

২৫ শে জুন, ২০২৫ দুপুর ১:৫৩

নতুন নকিব বলেছেন:



কথা মিথ্যে বলেননি। তবে সত্য প্রকাশ করা তো বন্ধ করা যাবে না। ১৬/ ১৭ বছর ধরে দেশটাকে লুটেপুটে খেয়েছে। যাচ্ছেতাই করেছে। যাকে তাকে গুম করেছে। দেশটাকে গুমের রাজ্যে পরিণত করেছিল।

আজ ঠোল্লা, বোল্লা আর ডাসাদের ভয়ে নিরবতা পালনের সুযোগ নেই। ঠোল্লাদেরই ঠোল্লা দিয়ে ঘায়েল করার সময় এসেছে।

৫| ২৫ শে জুন, ২০২৫ দুপুর ২:৩০

আরোগ্য বলেছেন: মোহরানা ছাড়া এভাবে আপামনিকে পাত্রস্থ করা উচিত হয়নি। অথচ হিন্দু রীতিতে সারা জীবন আমাদের যৌতুক দিতে হয়েছে। থাক তারপরও শেষমেষ কন্যা শ্বশুরালয়ে পৌঁছে গেছে।

২৫ শে জুন, ২০২৫ দুপুর ২:৫৫

নতুন নকিব বলেছেন:



মোহরানা! মর্মান্তিক ব্যঙ্গ বটে! তবে এ যুগে পাত্রস্থ করার রীতি ফিকে পটের মতো, অনেকটা বিবর্ণ! কন্যারা এখন নিজেই পথ বেছে নেন, ফলে যৌতুক পরিণত হয় কৌতুকে! আমাদের পিও(!) নেত্রীও সেই পথে—ক্ষমতা ছেড়ে মোদীর ছায়ায় ভারত মাতার কোলে নীড় বুনছেন অনন্ত সুখে। তবে যৌতুক না পেলেও বাংলায় রেখে গেছেন বহুকিছু! অফুরন্ত বিতর্ক আর সীমাহীন লুটপাটের গল্পের অঢেল ভান্ডার!

৬| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৭

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এর পরেও কিছু মূর্খ লজ্জা ঘেন্না গলায় বেঁধে এদের পা চাটে ।

২৫ শে জুন, ২০২৫ বিকাল ৩:৩৪

নতুন নকিব বলেছেন:



কিছু লোক এই কথা মানতেই পারছেন না যে, শেখ হাসিনা অপরাধ করতে পারেন। এগুলো ভয়ঙ্কর অন্ধবিশ্বাস। এই জাতীয় অন্ধবিশ্বাসই আমাদের দেশের অগ্রগতিতে অন্যতম বাধা।

৭| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৩:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ঢাকার অধস্তন আদালতে মে মাসে ফৌজদারি অপরাধের ৮৮ শতাংশ মামলায় খালাস পেয়েছেন আসামিরা। সাজা হয়েছে মাত্র ১২ শতাংশ মামলায়। ধর্ষণ, হত্যা, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধের সঙ্গে জড়িতরাও পার পেয়ে যাচ্ছেন।

কবি আবদুল হাই শিকদার সম্পাদিত যুগান্তরের প্রতিবেদন। জ্ঞানী ও লজ্জাবতী সাখাওয়াত হোসেন বাবনসহ আরও মহাজ্ঞানীরা এসব প্রতিবেদন কি চোখে দেখেন?

২৫ শে জুন, ২০২৫ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



কবি আবদুল হাই শিকদার সম্পাদিত যুগান্তরের প্রতিবেদন যুক্ত করে দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন এই পোস্টে? পয়েন্টে আসুন, "গুমে রাজি না হওয়া কর্মকর্তাদের মহানুভব(!) শেখ হাসিনা যে পুরষ্কৃত করতেন" - সেই বিষয়ে কিছু বলার থাকলে বলতে পারেন।

৮| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪১

ঢাবিয়ান বলেছেন: ভয়ঙ্কর এক সিরিয়াল কিলারের খপ্পরে পড়েছিল দেশ।

২৫ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪৭

নতুন নকিব বলেছেন:



একদম ঠিক বলেছেন! ঠান্ডা মাথায় গুমের এমন ভয়াল নাটক আধুনিক বিশ্বে দুর্লভ। দেশ যেন ছিল এক নিষ্ঠুর সিরিয়াল কিলারের কবলে!

৯| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৫

রাসেল বলেছেন: সময় পরিবর্তনের সাথে সাথে আমাদের মহামান্য আদালত বলিবেন "নিষ্পাপ, সুফী, সাদেক, দেশপ্রেমিক, আরও আরও আরও বিশেষণ"।যা আমাদের মহামান্য অতীতেও করেছিলেন, তা আগামীতেও করবেন।

২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৭

নতুন নকিব বলেছেন:



আদালত কাকে এই কথা বলবেন?

১০| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দাদাদের দেখি জলুনি শুরু হইছে!

২৫ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪২

নতুন নকিব বলেছেন:



ইহা উহাদের পুরনো রোগ।

১১| ২৫ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫৪

বাকপ্রবাস বলেছেন: তেনারে অগ্রিম বেহেস্তে যাবার টিকেট দেয়া আছে, আপনারা যতই ষড়যন্ত্র করেননা কেনা, তিনিই পিরে কামেল বেহেস্তি

২৫ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩

নতুন নকিব বলেছেন:



একখান খাঁটি কথা বলেছেন। উহাকে হযরত, বড় পীরের বংশধর ইত্যাদি নানান উপাধিতে ভূষিত করা হয়েছিল। তেল মর্দনের বিশাল সিরিয়াল ছিল তখন।

১২| ২৬ শে জুন, ২০২৫ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: হুজুর ফালতু পোষ্ট দেওয়ার জন্য আপনাকে শুভ সকাল জানাতে পারলাম না।

২৬ শে জুন, ২০২৫ সকাল ৯:০৮

নতুন নকিব বলেছেন:



দুঃখিত! এই ব্লগেও যে গুমের পক্ষের লোকজন আছেন, তা খেয়াল করিনি। আপনি আগে বললে এই পোস্টই দিতাম না।

১৩| ২৬ শে জুন, ২০২৫ সকাল ৯:৫১

কলাবাগান১ বলেছেন: National fruit fair = National loot fair

২৬ শে জুন, ২০২৫ সকাল ১০:০৩

নতুন নকিব বলেছেন:



ঠিক কীসের ন্যাশনাল ফ্রুট ফেয়ারের কথা বললেন, বুঝতে পারলাম না।

১৪| ২৬ শে জুন, ২০২৫ বিকাল ৫:১৫

জটিল ভাই ২.০ বলেছেন:
আজ তিনি থাকলে আমাদেরও ইরান-ঈসরায়েল যুদ্ধে অবদান থাকতো :P

২৬ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৩০

নতুন নকিব বলেছেন:



আহা, বলেন কি! দিল্লিতে তিনি বসে নেই। এখনো সমানতালে অবদান রেখেই চলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.