![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুক এ আমি ..facebook.com/hasan.jubair1 বাংলা ভিডিও টিউটোরিয়াল www.projuktiteam.com
অনেক দিন পর সামুতে পোস্ট দিতেছি।
আগের মত ব্লগ লিখা লিখি এখন আর করা হয় না। এখন গ্রাফিক্স নিয়ে বেশি সময় দিচ্ছি।
গ্রাফিক্সের কাজের জন্যেই DSLR কেনার প্ল্যান করতেছি। সাথে সাথে ভিডিওর কাজও করবো। ক্যামেরা রাজ্যে দুই নেতা নিকন এবং ক্যাননের মধ্যে কনফিউশনে পড়ে গিয়েছি।
আমি একেবারেই নবীন ফটোগ্রাফীতে। মানে আগে ক্যামেরা ব্যবহার করিনি। তো বাজেট ৪৫০০০ এর মত। এই দামে Nikon d5100 এবং canon 600d মডেল রয়েছে।
অনেকে বলছে ক্যানন কিনতে কারণ ভবিষ্যতে লেন্স ব্যবহার করা যাবে সহজেই।
নিকনও অনেকে বলছে ভাল। আরেকটা রিভিউতেও দেখলাম নিকন ভাল বলছে। ডিএসএলআর কেনার কথা ভাবছেন? একটি পরিপূর্ণ ক্যামেরা বাইং গাইড
এখন ব্লগের অভিজ্ঞ ব্লগারদের কাছে উত্তম পরামর্শ আশা করছি।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৯
হাসান যোবায়ের বলেছেন: Nikon d5100 এর দাম সম্ভবত ৪২০০০
canon 600d এর দাম সম্ভবত ৪৪০০০
২| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
অ্যানোনিমাস বলেছেন: নিকন কিনোলে আরও বেশি দামের ভিতর কিনেন। ডি৯০ কিংবা এর ওপরেরগুলো। কারণ ডি৯০ এর নিচের ক্যামগুলার বডি মটর নাই। আর সেজন্য একেকটা লেন্স কিনতেই আপ্নে শ্যাষ হয়ে যাবেন। বিশ হাজারের নিচে ভালো লেন্স নাই মোটর ছাড়া। আর ক্যানন কিনলে এই সমস্যা নাই। ৬০০ আমার কাজিনের আছে। আর আমারটা নিকন৫১০০, দুইটার মাঝে তো কোন ডিফারেন্স দেখি না। লেন্সের ফ্যাক্টে ক্যাননই ভালো মনে হচ্ছে। আর টেকা বেশি থাকলে নিকনের হাই এন্ড গুলা কিনেন, ঐগুলার তুলনা নাই
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫০
হাসান যোবায়ের বলেছেন: না ভাই বাজেট আপাতত এইটুকুই। এই বাজেটে তাহলে ক্যানন কেনার পরামর্শ দিচ্ছেন? দেখি কি করা যায়।
৩| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭
রাতুল রেজা বলেছেন: আপনার বাজেটের মধ্যে ভাল হবে নাইকন ডি৩২০০ , ক্যানন ৬৫০ডি ও নিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো নাইকন।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫
হাসান যোবায়ের বলেছেন: কেন নাইকন ভাল হবে যদি অল্প কথায় বলতেন।
৪| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৪৩
নীল সুমন বলেছেন: নিকন ৬০ ডি, লেন্সঃ ভি আর ১৮-৫৫, দেখতে পারেন।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
হাসান যোবায়ের বলেছেন: দাম বেশি।
৫| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫
অ্যানোনিমাস বলেছেন: নিকন ডি৩২০০ থেকে ৫১০০ বেটার, আর এর থেকে ৫২০০ আরও বেটার। আমি সাজেস্ট করবো ক্যানন৬০০, আমি দুইটা ক্যামই চালাই। ক্যাম যাই হোক ভাল লেন্স ছাড়া কিন্তু সেইটা অচল সেইটাও মাথায় রাখতে হবে।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫২
হাসান যোবায়ের বলেছেন: হুম আমার কাছেও তাই মনে হচ্ছে। প্রথমে ৫১০০ পছন্দ ছিল। সবাই বলছে লেন্সের জন্য ক্যানন ভাল হবে। এছাড়া ভিডিওর জন্যেও নাকি ক্যানন ভাল।
৬| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৯
ভোরের সূর্য বলেছেন: @রাতুল রেজা।আমিও আপনার সাথে একমত নাইকন ডি৩২০০ কেনার কথা বলবো। আর ধন্যবাদ সঠিক উচ্চারন নাইকন লেখার জন্য। ভবিষ্যতে অন্য ব্লগাররা উচ্চারন ঠিক করে নিবেন আশাকরি।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩
হাসান যোবায়ের বলেছেন: ৩২০০ কেন ৫১০০ থেকে ভাল হবে বলবেন দয়া করে?
৭| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৫
গরম কফি বলেছেন:
বহু দিন ধরে ক্যাননে আছি ভালো আছি ।
২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭
হাসান যোবায়ের বলেছেন:
৮| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৬
ছেড়া পলিথিন বলেছেন: হেল্প প্লিজ
৯| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাই D7100 কিনেন। যদিও Floora তে পাওয়া যাচ্ছেনা। ২৫ তারিখের পর পাওয়া যাবে। দাম রে ভাই, ৯৬,০০০.০০ টাকা মাত্র। এরপর লেন্স। থাক। আর লোভ না দেখাই।
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০১
হাসান যোবায়ের বলেছেন: ভাই এত টাকা নাই। আপনি কিনে ফেলেন।
১০| ২১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২১
অ্যানোনিমাস বলেছেন: @ভোরের সূর্য, খুব তো জ্ঞানী কথা বললেন। সবাই নাইকনের উচ্চারণ ঠিক করুন। হলি হেল!!
আপনি কি জানেন এর জাপানি উচ্চারণই নিকন। জাপানীরা এরে নিকনই বলে। আমি একটা সিম্পোজিয়ামে এক জাপানী প্রফেসরের সাথেও সেইটা নিয়ে বিশাল বাতচিত করছিলাম। নিকনের নাইকন উচ্চারণ নিয়েও জাপানীরা বিরক্ত। এইবার নিজের উচ্চারণ ঠিক করুন। লোল!!!
২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০২
হাসান যোবায়ের বলেছেন: সব কথার এক কথা নিকন, নাইকন দুইটাই সঠিক। কারন দুইটাই প্রচলিত।
১১| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬
প্রিন্স হেক্টর বলেছেন: এই ব্যাপারে অজ্ঞ। যাই হোক হাসান ভাই ক্যামেরা কিনে ছবি দেখাইয়েন
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৯
হাসান যোবায়ের বলেছেন: অবশ্যই দেখাবো।
১২| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৯
অ্যানোনিমাস বলেছেন: প্রচলিত কথাটা ঠিক, প্রচলনটার কারণ আমেরিকানদের এক্সেন্টের জন্য। কিন্তু সেই আদ্যকাল থেকে নিকনের সঠিক উচ্চারণ নিকনই!
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫০
হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ।
১৩| ২২ শে আগস্ট, ২০১৩ রাত ১:১২
আমিনুর রহমান বলেছেন:
যেখানে উচ্চারনে সমস্যা সেটা না কিনাই ভালো
আমি D3200 আর 600D ইউজ করেছি ক্যানন ৬০০ডি ভালো মনে হয়েছে।
আবার নিয়মিত হন ব্লগে।
শুভ কামনা।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫২
হাসান যোবায়ের বলেছেন: অনেক ধন্যবাদ।
হুম চেষ্টা করবো।
১৪| ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:০১
চিরতার রস বলেছেন: ভাবতেছি বিয়া করার সময় ডিএসএলআর ক্যাম্রা যৌতুক নিমু।
তাই আপাতত কিনতাছি নাহ।
দুইটা ব্যান্ডই ভাল। তবে আপনার কাজের উপর নির্ভর করে ক্যাম্রা কেনা উত্তম হবে। যদি শখের বসে কিনেন তাইলে একটা মোটামোটি মানের কেনাই ভাল হবে। আর যদি প্রফেশনাল কাজে ইউজাইতে চান তাইলে একটু কষ্ট হলেও ভালগুলাই ট্রাই মারেন।
২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬
হাসান যোবায়ের বলেছেন: হে হে যৌতুক নিবেন ভাল কথা তাই বলে ক্যামেরা।
স্বপ্ন আরো বড় করেন।
১৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৩:১৩
ইকরাম বাপ্পী বলেছেন: চিরতার রস বলেছেন: ভাবতেছি বিয়া করার সময় ডিএসএলআর ক্যাম্রা যৌতুক নিমু।
তাই আপাতত কিনতাছি নাহ।
আমিও একমত...... যদিও শঙ্কিত যে তা পাবো কিনা...। ...
আর হ্যাঁ আমার স্বপ্ন কিন্তু বড়ই আছে... ... যৌতুকের ক্যামেরার সাথে যে প্রমাণ বয়সের একটা বউ নেব তা অবশ্যই ক্যামেরা থেকে অনেক বড়...।।
২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫
হাসান যোবায়ের বলেছেন: হে হে
১৬| ২৩ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: canon 600d নেন ভাই .।।। নিকনও ভাল। তবে ক্যানন দিয়া ভাল ভিডিও করতে পারবেন যেহেতু আপনি গ্রাফিক্স এর কাজ টাজ করেন।
এই দুইটা এসলএর এমন এক মডেল অনেকেই কনফিউশনে পরে যায় কোনটা কিনবে ! আর ভাই হাত পাকা হলে পয়েন্ট এন্ড শুট দিয়াও ইনসেইন পিক তোলা যায় তাই .।.।.।.।.।.।.।.।।।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৯
হাসান যোবায়ের বলেছেন: আমি জানি যে ছবি তুলতে পারে সে মোবাইল দিয়েও অনেক সুন্দর ছবি তুলতে পারে। তবে প্রফেশনালি যেহেতু কাজ করবো তাই প্রথম থেকেই প্রফেশনাল সব কিছু দিয়ে শুরু করবো।
হুম চিন্তা করছি ক্যাননটাই কিনবো।
১৭| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২
প্রকৌশলী আতিক বলেছেন: আমি কিন্না ফালাইছি, কাউরে না জিগাইয়া।
কিছুটা ঠকছি, কিছুটা জিতছি। শোধবোধ।
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৯
হাসান যোবায়ের বলেছেন: কোনটা কিনছেন? কিভাবে জিতলেন একটু যদি খুলে বলেন।
১৮| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১০
মামুinসামু বলেছেন: আর ভাই হাত পাকা হলে পয়েন্ট এন্ড শুট দিয়াও ইনসেইন পিক তোলা যায়
এইডাই আসল কথা. . . . .
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৪
হাসান যোবায়ের বলেছেন: হুম কথা সত্য।
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১০
হাসান যোবায়ের বলেছেন: কিনে ফেললাম canon 600D । দাম ৪৩০০০টাকা
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪
ব্লুম্যাজিক বলেছেন: Click This Link
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬
প্রিন্স হেক্টর বলেছেন: ক্যামেরার ফটু কই?
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৬
সাদা ঘোটক বলেছেন: শুভ জন্মদিন
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৯
প্রিন্স হেক্টর বলেছেন: শুভ জন্মদিন হাসান ভাই
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৪
নাম জেনে কি হবে? বলেছেন: শুভ জন্মদিন। ক্যানন ৬০০D কিনেন। বিল্ট ইন ফোকাস মোটর আছে+লেন্সের দাম কম।
২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
হাসান যোবায়ের বলেছেন: ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দাম কত?