নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসান রাব্বি

সময়ে অসময়ে পরিবর্তনশীল।

হাসান রাব্বি › বিস্তারিত পোস্টঃ

একজন সিএনজি ড্রাইভার ও শিক্ষার বাণিজ্যিকিকরণ।

১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

একজন সিএনজি ড্রাইভার ও শিক্ষার বাণিজ্যিকিকরণ।

সেদিন সিএনজিতে চৌরাস্তা থেকে বাসায় আসছিলাম।ড্রাইভারের সাথে হরতাল নিয়ে কথা বলার একফাঁকে ড্রাইভার বলল,তার মেয়ে এসএসসি পরিক্ষার্থী।এ বছর ফরম ফিলাপের টাকা নির্ধারণ করেছে ৩৫০০ টাকা।
আমার কাছে জানতে চাইলো,এ বিষয়ে কিছু জানি কিনা?ফরম ফিলাপের জন্য আসলেই কি এত টাকা দিতে হয়?
আমি ড্রাইভারকে বললাম,আমার জানামতে ফরম ফিলাফের ফি ১৫০০-২০০০টাকার মধ্যে হতে পারে।
আমি তাকে পরামর্শ দিলাম।স্কুলে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলার জন্য।
তিনি আমাকা জানালো,নভেম্বরের ৫তারিখের মধ্যে ফি জমা দিতে হবে।
তিনি আরো বললেন,কয়েকদিনের হরতালের কারনে তিনি সিএনজি চালাতে পারেননি।একদিকে সপ্তাহিক কিস্তির টাকা,অন্যদিকে মেয়ের ফরম ফিলাফের টাকা।তিনি কিভাবে কি করবেন বুঝতে পারছেন না।

আমাদের চলার পথে অনেক কিছুই ঘটে।আর স্বভাবতই আমরা সেটা ভুলে যাই।আমিও সেদিনের ঘটনাটা মনে রাখিনি।কিন্তু,আজ সকালে কালের কন্ঠে দেখলাম,এএসসি পরিক্ষার ফরম ফিলাফের জন্য রাজধানীর স্কুলগুলোতে ফি নির্ধারণ করা হয়েছে ৪০০০-১১০০০টাকা পর্যন্ত।স্কুলগুলো কোচিং ফি,মডেল টেষ্ট ফি,বেতন,পিকনিক ইত্যাদির নামে বোর্ডের নির্ধারিত ফি থেকে কয়েকগুন বেশী ফি নির্ধারন করেছে।
যদি ঢাকা বোর্ড ফরম ফিলাফের জন্য ১৪০০টাকা ফি নির্ধারণ করেছে।

শুধুমাত্র রাজধানী কিংবা বড়শহর নয়,দেশের প্রত্যেকটি জেলায় এ পরিস্থিতি।
হাইকোর্টে নাকি এ সংক্রান্ত রুল জারি করেছে।এবং ২০শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কিন্তু,বোর্ড নির্ধারিত সময় অনুযায়ী ১৯শে নভেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।তাহলে,২০শে ডিসেম্বর প্রতিবেদন দিয়ে কি হবে?
রাজধানী শহরগুলোর কথা বাদ দিলাম।জেলাশহরগুলোতে প্রতিবছর অর্থাভাবে অসংখ্য শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন থেকে বঞ্চিত হয়।কারণ,এমন অনেক মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার আছে।যাদের পক্ষে একসাথে ৩৫০০টাকা সংগ্রহ করা সম্ভব হয় না।
একজন শিক্ষার্থী ১০বছর পড়াশুনার পর যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাণিজ্যিকিকরণের ফলে সে যদি সেন্টার পরিক্ষায় অংশ নিতে না পারে।তাহলে,তার মানসিক পরিস্তিতি কি হবে,তার স্বপ্নগুলোর কি হবে?
আমরা কি কখনো ভেবেছি?
#ফরম_ফিলাফের_নামে_অতিরিক্ত_ফি_নেয়া_বন্ধে_আমাদের _এগিয়ে _আসা_উচিত।
#শিক্ষা_বোর্ডের_এ_ব্যাপারে_জরুরী_পদক্ষেপ_নিতে_হবে।
#বিভিন্ন_ছাত্রসংস্থাকে_প্রতিবাদ_জানতে_হবে।


মন্তব্য ১৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

মুগলী নন্টে বলেছেন: সরকারের পকেট ভারী করবার ডিজিটাল উপায়

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

হাসান রাব্বি বলেছেন: সরকারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা উচিত।পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি,সরকার পূর্ববর্তী বছরগুলোতে এটি বন্ধে কোন সুব্যবস্থা নেয়নি।

২| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪১

নীল আকাশ ২০১৪ বলেছেন: মন্ত্রীর পোলাপাইন তো পড়ালেখা করেনা - তাআই সিএনজি ড্রাইভারের মেয়ে পড়ালেখায় তার পোলাপাইনেরে ছাড়ায়ে যাবে - এইটাও সহ্য করেনা।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫০

হাসান রাব্বি বলেছেন: মন্ত্রী-এমপির ছেলেমেয়েরা কি দেশে পড়ে?ওরা তো পড়ে বিদেশে।

৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

পার্সিয়াস রিবর্ণ বলেছেন: ইস্যুটা সময়োপযোগী ও সুন্দর হয়েছে । শিক্ষা নিয়ে বাণিজ্যিকিকরণ বন্ধ হওয়া জরুরী ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

হাসান রাব্বি বলেছেন: ধন্যবাদ ভাই।ইস্যুটি নিয়ে আমাদের সবাইকে সোচ্ছার হতে হবে।

৪| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

সুমন কর বলেছেন: চমৎকার একটি পোস্ট। মূল বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

এসব বন্ধে শিক্ষা বোর্ড তথা সরকারের পদক্ষেপ কামনা করছি।

X(( X(( X((

৪ +।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

হাসান রাব্বি বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

তাসজিদ বলেছেন: কত নামে বেনামে যে স্কুল আথরিটি বাড়তি টাকা নেয় তার কোন হিসেব নেই। কোন নিয়ন্ত্রণও নেই।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৬

হাসান রাব্বি বলেছেন: শিক্ষার নামে চলছে বাণিজ্য।

৬| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন:
ভালো একটি পোস্ট দিয়েছেন ভাই ++++++++

এই বিষয় নিয়ে ফি বছরই একই কাহিনী হয় । এবং বছর বছর তা বেড়েই চলছে ।

ভালো থাকবেন ।

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

হাসান রাব্বি বলেছেন: আমি যে বছর এসএসসি পরিক্ষা দিয়েছি।সে বছর থেকে আজ পর্যন্ত একই অবস্থা দেখছি।

৭| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

সকাল হাসান বলেছেন: ওদের তো শিক্ষার দরকার নেই! ওদের দরকার টাকা আর ভবিষ্যৎ রাজনৈতিক কর্মী!

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০০

হাসান রাব্বি বলেছেন: দেশের জন্য প্রয়োজন শিক্ষিত রাজনৈতিক কর্মী এবং নেতা।

৮| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৩

হামিদ আহসান বলেছেন: কে শুনে কার কথা। গরীবের শান্তি কোনোভাবেই নাই............

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০১

হাসান রাব্বি বলেছেন: সত্যি বলেছেন ভাই।স্রষ্টাও গরিবের দিকে মুখ ভার করে তাকায়।

৯| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

হাসান রাব্বি বলেছেন: সকালে ব্লগটি লেখার পর নাস্তা করতে বসে ছিলাম।সে সময় আমার এলাকার এক গরীর মহিলা বাসায় আসে।যার স্বামী মারা গেছে অনেক আগে।তার মেয়েও এসএসসি পরিক্ষার্থী।তিনি বললেল,এখনো ফি জমা দিতে পারেনি।
আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।কিন্তু,দূর্ণীতির ভেতরে আর কয়দিন?চলুল এগিয়ে যাই।
শিক্ষার বাণিজ্যিকিকরণ বন্ধে।

১০| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪

কলমের কালি শেষ বলেছেন: অনেক গুরুত্বপূর্ন কথা বলেছেন । অত্যন্ত দুঃখজনকভাবে টাকার কাছে হার মানছে শিক্ষা । :(

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫১

হাসান রাব্বি বলেছেন: ভাইরে সর্বক্ষেত্রে কর্পোরেট দুনিয়ার দপাদপি।মধ্যবিত্ত আর নিন্মবিত্তদের জীবন শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.