![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ত বা খুব বেশী কিছু তোমাদের কে জানাতে পারব না, কিন্তু এ টুকু বলতে পারি যে আপনাদের কে বিরক্ত ও করব না।
৩৬৫ দিন ই মাকে নিজের থেকে বেশী ভালবাসি, তাই বলে যে অন্য সবার মত এই রকম না যে "মা দিবস" পালন করব না তা নয়, বরং এই দিনটাকে আর বেশী উপভোগ করে, যেমন মাকে নিয়ে ঘুরতে যাই, মাকে সালাম করি, মাকে খাবারের ট্রিট দেই, মার কাছে মাফ চাই, সব কিছু মিলিয়ে মাকে অার কাছে থেকে উপলব্ধি করে,
সবশেষে একটি কথা, মাকে বেশী কিছু দিতে না পাড়লে ও, কখন কষ্ট দিতে চাইনা।
©somewhere in net ltd.