![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধীরে ধীরে সংস্কারবাদীতে ভরে যাচ্ছে চারপাশ। কিন্তু একবারও কী ভেবে দেখি এসব সংস্কারের চিন্তা আমাদের মাথায় কেন আসে!
কোন সিদ্ধান্ত শতভাগ শুদ্ধ হয়না। অনেকসময় সিদ্ধান্ত নিতে গিয়ে দেখা যায় মাত্র কয়েকটি রাস্তা খোলা আছে। তখন সে উত্তম রাস্তাটি বেছে নেয়।
একসময় সে যখন ইতিহাস হয়ে যায় তখন তার পরবর্তী প্রজন্ম কেবল সে সিদ্ধান্তটি দেখে। কিন্তু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে সে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা বিবেচনা করেনা। এভাবে চলতে থাকে আলোচনা-সমালোচনা এবং দোষারোপ।
.
কিছু ব্যক্তিকে দেখি গুরুত্বহীন কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চুলকানির সৃষ্টি করতে। অথচ নিজের যেটি মৌলিক দায়িত্ব, যেটির বিরুদ্ধে সে এখনো কোন যুক্তি দাঁড় করাতে পারিনি তা পালনেও উদাসিন। পোশাক বদলাতে গিয়ে এরা নিজের অজান্তে নিজেকে বিক্রি করে দেয়।
নিজের সেই দূর্বলতা ঢাকতে একের পর এক সংস্কারমূলক থিওরি দিয়ে নিজেকে সান্তনা দেয় এই বলে যে, ওসব সংস্কার হচ্ছেনা বলেই আমি আমার মূল দায়িত্বটি থেকেও নিজেকে বিরত রেখেছি।
কতো সস্তা মূল্যে তারা নিজের তকদির বিক্রি করে দেয় যদি বুঝতো!!!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৬
হাসান মাহমুদ চৌধুরী বলেছেন: একদম :-)
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৬
বিজন রয় বলেছেন: তবে আসলেই সংস্কার কিন্তু তাদের দিয়ে হয় না।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
বিজন রয় বলেছেন: মানুষ সবসময় নিজের কাছেই নিজে নীচু থাকে।
এই জন্যই ওরকম করে।
ভাল বলেছেন।