![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যার্থ ভেলার মাঝি
হাসিবুর রহমান
.......................
অনেক দিনের সখ ছিল, ইস! আমার যদি
নিজের একটি সমুদ্র থাকত। কতইনা মজা
হত। তার মাঝে নিজেকে হারিয়ে
ফেলতাম। অনেক খুজেছি কিন্তু মনের
মত সমুদ্র কখনো খুজে পাইনি। আমার
পরিচিত একটি নদী ছিল। শৈশব থেকে
এই নদীর সাথে পরিচয়। নদীর শেষ
মাথায় বিশাল একটি জলরাশি দেখতে
পেতাম। জানতাম না সেটা কী।
কখনো জানার চেষ্টাও করি নি। হঠাৎ
করে সেই বিশাল জলরাশিকে সামনে
থেকে দেখার সৌভাগ্য হল। তখন
জানতাম না এটা আমার স্বপ্নের সেই
সমুদ্র। রাতে নীরবে একা একা চিন্তা
করতাম ওটা কি! বিশাল ঢেউ মাঝে
মাঝে স্থব্দতা। নিজেকে প্রশ্ন করলাম,
আচ্ছা ঐটা কী সমুদ্র? আরে হ্যাঁ! ওটাত
সমুদ্রই। বুকে যেন আনন্দেের ঝড় উঠে
গেল। সারাদিন কিছই করতে পারতাম
না। শুধু তার(সমুদ্রর) কথা মনে পরত। আমার
মনের মধ্যে গেথে গিয়ে ছিল। ইচ্ছে হয়
তার মাঝে হারিয়ে যাই, পারি দেই
বিশাল জলরাশি। একদিন নদীর সাহায্য
নিলাম। মনের মধ্যে তার প্রতি
ভালবাসা এবং আবেগ জন্মে ছিল।
তাই ছুটলাম সমুদ্র পারি দেবার জন্য।
যেত যেতে অনেকটা পথ পারি
দিলাম। হঠাৎ মনের মধ্য প্রশ্ন জাগল,
আচ্ছা আমি কোথায় যাচ্ছি। আমিত
আদৌ জানি না অপর পাশে কোন তীর
আছে কি না। তাহলে কী আমার
নির্দিষ্ট গন্তব্য নেই? মনে হয়, আছে।
শৈশবের সেই নদীকে জিঙ্গেস করলাম।
আমি কি পারব সমুদ্র পারি দিতে? বলল
না। আমি বললাম পারব। অনেকটা পথ ত
পারি দিলাম। আর কতটা পথ পারি
দিতে হবে। নদী করুণার সুরে বলল
তোমার কাছে মনে হতে পারে
অনেকটা পথ পারি দিয়েছ কিন্তু
সমুদ্রের বিশাল জলরাশির কাছে
সেটা সামান্য, তুচ্ছ দূরত্ব মাত্র।
বিশ্বাস করলাম না তার কথা। আমি
আশার ভেলা নিয়ে আবার ছুটতে
লাগলাম আমার অজানা গন্তব্যে।
আচমকা একটি প্রকান্ড ঝড়ে আমার
আশার ভেলা ডুবে গেল। হায়! আমি এখন
কী করব। সামনে যাব নাকি পিছনে
ফিরে যাব। সামনেত আমার নির্দিষ্ট
কোন গন্তব্য নেই। পিছনেওযে অনেকটা
পথ। আমি কি পারব ফিরে যেতে। যদি
ফিরে যাই তাহলে সমুদ্রত মনে করবে
আমি তাকে হৃদয় থেকে ভালবাসতাম
না। ভাবলাম আমার ভালবাসা
জীবিত রাখতে হলে আমাকে বেচে
থাকতে হবে। তাই ফিরে আসার
সিদ্ধান্ত নিলাম। অশ্রু চোখে বললাম
ফিরে যাচ্ছি তবে যদি কোন দিন
বিন্দু মাত্র সন্দান পাই। সমুদ্রের বুকে
আমার জন্য চর জেগেছে। তাহলে আমি
আবার ফিরে আসব সেই অজানা
তীরের খোজে।নয়ত আর কখনো আসবনা
সমুদ্রকে বিরক্ত করতে। আর হ্যাঁ, যাবার
সময় বলে যাচ্ছি আমার সামর্থ না
থাকার কারণে আমি পারলাম না সমুদ্র
জয় করতে।
আমি চাই কেউ যাতে আমার অসমাপ্ত
বাজ সমাপ্ত করতে পারে। আমি যদি
অজান্তে আমার ভাঙ্গা বৈঠা দ্বারা
সমুদ্রকে আঘাত করে থাকি তবে তার
জন্য ক্ষমা চাইতেছি।
আমি আর কখনা আসবনা আমার নয়নের
জলে তোমার তীর ভাসাতে। অনেক
সখ ছিল তোমার তীরে ভালবাসার ছুট্ট
একটা ঘর বাধার। তা আর হলনা।
তোমাকে খুব মিস করব। I miss u (1 14 9 11 1)
@ লেখাটার মূল ভাব কি। কেউ কি জানেন?
২| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
অসহায় ছেলে হাসিব বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........