![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!!
ফেসবুকে লগ ইন করি শুধু নির্দিষ্ট কয়েকটা পেইজ আর গ্রুপের জন্য।তাঁর মধ্যে প্রিয় একটা পেইজ 'Bangladesh Old Photo Archive"।সেখান থেকে পাওয়া ছবিগুলো বাছাই করে কিছু ঐতিহাসিক ছবি দিলাম এখানে।
রুপসী বাংলার নদীমাতৃক দৃশ্য।এতো সুন্দর ছিলো!!
এটার ক্যাপশন দরকার নেই
এটারও লাগবেনা।
শহীদ জননী জাহানারা ইমাম।চশমাটা অস্থির!!
এই ছিলো বুড়িগঙ্গার প্রকৃত রুপ!
হু মু এরশাদ।সাথে স্ত্রী রওশন এরশাদ।সাল ১৯৮৮।
কে-ফোর্স প্রধান মেজর খালেদ মোশাররফ।মুক্তিযুদ্ধসময়কালীন ছবি।
৭৫-এর গনহত্যার ছয় বছর পর দেশে ফিরে শেখ হাসিনা।মধুমতী নদী।পিছনে আকাশে রংধনু।আইকনিক ফটো।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে 'আবাহনী' দল।পেছনের গ্যালারির দর্শকদের দেখুন।ফুটবলের সোনালী অতীত কি আবার ফিরে আসবে??
আমি যা দেখি তুমি কি তা দেখো??---আমি দেখি রবীন্দ্রনাথ!!
মাঝেরজন এক্স-চিফ জাস্টিস মুহাম্মদ হাবিবুর রহমান।
ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।যখন উপস্থাপক ছিলেন।
এদেশের প্রথম চলচ্চিত্র 'মুখ ও মুখোশ' এর পোস্টার।দেখা হয় নাই সিনেমাটা।
সস্ত্রীক হুমায়ূন আহমেদ।সাথে পুত্র নুহাশ।
কবিগুরুর শেষ ছবি
দেখলে শুধু আপসোস হয়।এটাই তো ছিল বাংলাদেশ!
কিছু বলার ভাষা নেই।তাও বলি।অসাধারন।
বন্যার সময়কার ছবি।পেছনের মসজিদটা চেনা চেনা লাগে।
ঐতিহাসিক ছবি বটে!!
ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাগত জানাচ্ছেন বঙ্গবন্ধু।ঢাকা এয়ারপোর্ট,১৯৭২।
এটাতে বঙ্গবন্ধুর লুকটা কেমন জানি মায়াময়
স্বাস্থ্যমন্ত্রীর পিতা মুক্তিযুদ্ধকালীন অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী
বাংলার রাজনীতির অন্যতম সেরা দম্পতি।
দুই নেত্রী একসাথে।সাল ১৯৯৮।
শেষের ছবিটা দিলাম খন্দকার মুশতাকের।ব্যাটা বায়তুল মুকাররমে পাবলিক মিটিং করতেছে।সাল ১৯৮৩ কি ৮৪।কিছু কিছু মানুষের চেহারা দেখলেই মন বিক্ষিপ্ত হয়ে যায়।
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮
দূরের পথযাত্রী বলেছেন: কাক্কু বলেন।উনি জাতির কাক্কু। নইলে কিন্তুক মাইন্ড খাইবেক!!
২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দারুণ কিছু ছবি।
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৪২
দূরের পথযাত্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খন্দকার মুশতাকের চেহারাটা দেখতেই কেমন যেন চোর চোর!!!
৪| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট
৫| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬
রমিত বলেছেন: দুর্লভ কিছু ছবি দিয়েছেন। ধন্যবাদ ।
আমিও একটা দিলাম।
৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।
৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২
হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত কালেকশন। +++++
৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩
আদম_ বলেছেন: চোক-কান বন্ধ করে পৃয়তে।
৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার শেয়ার।
অনেক ধন্যবাদ সহ প্রিয়তে।
১০| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩০
আবু শাকিল বলেছেন: শহীদ জননী জাহানারা ইমামের ছবিটা দারুন।
পুষ্ট ভাল লাগল ।
১১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০৪
রাতুল_শাহ বলেছেন: হুম, ভালো লাগলো।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ২:১৫
বোকামানুষ বলেছেন: সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১০:৫১
সাদী ফেরদৌস বলেছেন: অসাধারণ সংগ্রহ , অনেক ধন্যবাদ ।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:০৪
জাহিদ নীল বলেছেন: Pic gulo onak sundor
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও একখান ফটুক দিলাম
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০
মুনযুর-ই-মুর্শিদ বলেছেন: দারুন হয়েছে!!!
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১
হামিদ আহসান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা চমৎকার পোস্টটির জন্য ......
১৮| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৫
আহমেদ জী এস বলেছেন: দূরের পথযাত্রী ,
সুদুরের সব ছবি ।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৩
রিকি বলেছেন: ৬ নম্বর ছবির মামা কিন্তু এখনও বুড়ো হয়নি ভাই--- মামী বুড়ি হলেও !!!!!
৮৮ সাল হোক আর ২০১৫--- তিনি এভারগ্রিন!!!!
পোস্টে ভালো লাগা।