নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবচেয়ে বড় বিচারক

হাওয়াই ফাইভ ও

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

হাওয়াই ফাইভ ও › বিস্তারিত পোস্টঃ

একজন অনলাইন জামা কাপড় বিক্রেতা!

২৪ শে জুলাই, ২০২৫ রাত ১২:৪৭



উক্ত বাসায় কি কোনো ফার্নিচার, বিছানা, টেবিল, চেয়ার, ডাইনিং টেবিল, টি টেবিল, রাউন্ড টেবিল, সোফা, ডিভাইন ইত্যাদি ছিলো কিনা? নাকি শুধু কাপড়রের ক্যাবিনেট ছিলো! এই কাপড় রাখার জন্য বাসা বাড়িতে কি পরিমাণ রেক কাভার্ড ক্যাবিনেট দরকার? কারো সামান্য থেকে সামান্যতম ধারণা আছে? ধারণা থাকার কথা না। যাইহোক, কখনও সম্ভব হলে জামা কাপড়ের শো রুম থেকে জেনে নিবেন। এই কাপড় রাখার জন্য কি পরিমান ক্যাবিনেট দরকার। - এমনকি ঝুট কাপড়ের ব্যবসা যারা করে তারাও ভালো ধারণা দিতে পারবেন। কাপড় নিশ্চয় বস্তায় বস্তায় ছিলো না ! লিস্ট দেখে মনে হচ্ছে এই লোক রাত বারোটার পর ফেসবুক ইউটিউবে অনলঅইন লাইভ করে করে জামা কাপড় ত্যানা গামছা বিক্রি করতো? আপনারা কেউ তাঁকে লাইভে জামা কাপড় বিক্রি করতে দেখেছেন কিনা?

স্যান্ডেল = ৮৮ জোড়া, কেডস = ৩৫ জোড়া, জুতা = ৩৮ জোড়া। এইগুলো কি প্যাক করা ছিলো নাকি জুতার রেকে ছিলো? বাসায় কয়টা জুতার রেক? লিভিং রুম, ডাইনিং রুম, বেড রুমে শুধু জুতার রেক আর জুতার রেক! আর প্যাক করা যদি হয় তাহলে ১৬১ টি প্যাক। এক রুমের এক দেয়াল ভর্তি শুধু জুতার বাক্স! এও সম্ভব?


বিসিএস কিচ্ছা: তিন বারের মেট্রিক ফেইল ইন্টার ডিগ্রি থার ডিভিশন গর্দভ বাংলা মাস্টারকে স্কুলের প্রধান শিক্ষক বলেছিলেন “চেয়ারম্যান সাহেবের পুত্রকে পাশ নম্বর দিয়ে দিও”। আহাম্মক মাস্টার ১০০ নম্বরের পরিক্ষায় ১২০ নম্বর দিয়ে দিলো। (কিচ্ছার অর্থ কেউ বুঝতে পেরেছেন)




দ্রষ্টব্য:
১। থার ডিভিশন = থার্ড ডিভিশন
২। বাদবাকি লেখা পাঁচ বছর পর পোস্ট দেওয়া হবে।









মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.