![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জান, আমি জানি, আমি অনেক রাগি। হঠাৎ হঠাৎ খুব রেগে যাই, তোমাকে বকা-ঝকা করি।
মাঝে মাঝেই উল্টা-পাল্টা কথা বেশি বলে ফেলি, নিজের অজান্তেই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলি।
কিন্তু...
যখন ই বুঝতে পারি তুমি কষ্ট পাচ্ছ। ঠিক তখন ই নিজেকে গুটিয়ে নেই। তোমার কাছে নিজেকে সমর্পণ করি...
হয়ত আমি তোমার ব্যাপারে খুব সিরিয়াস, তাই এত পাগলামী করি।
হয়ত তোমাকে হারানোর ভয় টা আমার মধ্যে খুব বেশি, তাই তোমাকে সবসময় আটকে রাখতে চাই।
হয়ত, কখনো, তোমাকে না বলেই ঘুমিয়ে যাই, কবুতরের হাটে চলে যাই।
তোমাকে বারবার দেখতে ইচ্ছা হওয়ার পর ও তোমার সাথে দেখা করতে যেতে পারি নাহ। তোমাকে সময় দিতে পারি নাহ।
তোমাকে নিয়ে পুরোনো এয়ারপোর্ট এলাকার সাদা কাশবনের মাঝে হাটতে পারিনি।
হয়ত, তোমার এলাকায় কেউ তোমাকে ভাবী বলে ডাকে নাহ।
কিন্তু তুমি যদি চাও, বিয়ের পর তোমাকে হাজারবার "মামণি" ডাক শুনায় অভ্যস্ত করতে পারি।
হয়ত, আমি আজ ডাক্তার হতে পারিনি। হয়ত, ডাক্তারি র থেকে আমাকে উকালতি তে বেশি মানায়।
আমি জানি আমি অনেক ঘাড়তেড়া!
তোমার কথা অনেক সময় লক্ষী বালকের মত শুনতে চাই নাহ।
আমি অনেক ফাঁকিবাজ!
পড়ালেখা য় ফাকি দেই, কার্ড খেলি, মাঝে মাঝে গলার ভেতর এক রাশ ড্রিংকস ঢেলে দেই।
হয়ত আমি পাগলা!
তোমার অবাধ্য বালক!
কিন্ত সোণামনি, তুমি তো জানো যে আমি তোমাকে কত্ত ভালোবাসি।
আমার এই এত্তগুলো খারাপ গুনের মাঝে একটি ধ্রুব সত্য!
আমি তোমাকে অনেক ভালোবাসি।
যতদিন পর্যন্ত আমার বুকের মাঝে অক্সিজেন যাতায়াত করবে ঠিক ততদিন আমি তোমাকেই আমার অক্সিজেন হিসেবে আমার শ্বাসনালী র ভেতর বারবার নিতে চাই।
আজ তোমার জন্মদিন।
অনেক অনেক শুভ-কামনা রইল তোমার জন্যে। যতদিন বাচবে, ততদিন তোমার ঠোটে যেন সেই অমায়িক হাসি টা লেগে থাকে।
হাজার বছর না হোক অন্তত আমার সব আয়ু টুকু কেটে নিয়ে আল্লাহ পাক যেন তোমাকে দিয়ে দেন এই প্রার্থনা ই করি।
ভালো থেকো তুমি।
আমি তোমাকে ভালো রাখবো আমার সবটুকু দিয়ে...
আই লাভ ইউ, সোনামণি ।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৪২
হেলোফেনাস বলেছেন: ভালোবাসার সাতকাহন!
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৯
মেঘলার ডায়েরী বলেছেন: খুব অসাধারণ লিখেছেন।