নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হেলোফেনাসের ব্লগ

হেলোফেনাস

হেলোফেনাস › বিস্তারিত পোস্টঃ

অসম্ভব প্রেমের কোন কবিতা

৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০০

তোমায় নিয়ে লিখতে ইচ্ছে করে
অসম্ভব প্রেমের কোন কবিতা।
যে কবিতা পড়ে কাঁদবে তুমি নিঝুম ঝরঝর কোন রাতে...
আর আমি দেয়ালের ওপারে দাঁড়িয়ে ভিজবো তোমার চোখের জলে।
নির্ঘুম কোন রাতে বুকের বামপাশ টা হঠাৎ
নেড়ে উঠলে,
চেয়ে দেখো আকাশের পানে,
গাইছি আমি তোমার জন্যে কোন গান।
হয়ত, " ভালো আছি ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।"
কিংবা,
পড়ে শোনাচ্ছি তোমাকে লিখা এই কবিতা কোন এক অপ্সরাকে।
ভেবো, ভালো ই আছি আমি
তোমাকে ভেবে, তোমাকে ভেবে।
কাঁদতে কাঁদতে তোমার চোখ দু'টো ফুলে গেলে,
আয়নার সামনে দাঁড়িয়ে থেকো,
দেখবে, কত স্মৃতি প্রতিচ্ছবি হয়ে সামনে এসে দাঁড়াবে!
তুমি না হেসে পারবেই না,
বলে দিলাম।
যদি কষ্ট হয়,
যদি পুরনো চিঠি কোন ট্রাংকের পাহাড়ায় তোলা থাকে, তবে খুলে দেখো।
ভালোবাসা কত যে মহান!
সেদিন বিশ্বাস না করে যেতেই পারবে না।
কবিতার উত্তরের আশা চিঠির ভাষায় দিও,
কারণ তুমি লেখক কি না!
সেই চিঠিটা ও যত্ন করে ট্রাংকে তুলে রেখো
আর প্রযত্নে লিখো আকাশ।

সময়ঃ
রাত ১.২৯
৩১ জুলাই, ২০১৬।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: দারুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.